Ajker Patrika

মন্ত্রীর নির্দেশেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল গায়েব: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫: ৩৩
মন্ত্রীর নির্দেশেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল গায়েব: রিজভী

মন্ত্রীর নির্দেশেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭টি ফাইল গায়েব করা হয়েছে। মন্ত্রণালয় থেকে ১৭টি ফাইল গায়েব হয়ে যায়, এতে কি বুঝতে বাকি আছে, এটা কারা করেছে? এটা কারও বুঝতে বাকি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। রুহুল বলেন, ‘আমার মনে হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতারা দেশ ছেড়ে ভাগতে চাইছে। তাই কারও কোনো ডকুমেন্ট যেন না থাকে, সে জন্য এই ১৭টি ফাইল গায়েব করে দেওয়া হয়েছে।’ 

মানববন্ধনে রিজভী বলেন, ‘বাংলাদেশকে আজ এমন এক অবস্থায় শেখ হাসিনা নিয়ে গেছে, যার না আছে স্বাধীনতা, না আছে সার্বভৌমত্ব। গণতন্ত্রকে তো অনেক দিন আগেই গোরস্থানে পাঠিয়েছেন তিনি।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তাতীবিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব হাজি মজিবর রহমানসহ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত