নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না।
আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা শুরুর আগে সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন সচিবালয় ঘিরে আন্দোলন-বিক্ষোভ হচ্ছে। এনবিআর সংস্কারেও বাধা দেওয়া হচ্ছে। আমরা আপনাদের বলতে চাই, যখন জুলাই অভ্যুত্থান চলছিল, তখন আপনারা কিন্তু শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে কালো ব্যাজ ধারণ করে অফিস করেছেন।’
হাসনাত আরও বলেন, ‘আপনারা এখন হুমকি দেন, অফিস চলতে দেবেন না, অফিস বন্ধ রাখবেন। ৫ আগস্ট তো আপনাদের এই হিম্মত ছিল না। তখন শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে, তাঁর কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে আপনাদের একজনও তো পদত্যাগ করেননি।’
এনসিপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের যদি অসহায়-দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আঁতুড়ঘর হচ্ছে এনবিআর। সে জন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছা, সেভাবে দেখতে পারেন।'
হাসনাত বলেন, ‘আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে কথা বলি। আমরা শক্ত ভাষায় বলতে চাই, ৫ আগস্ট পর্যন্ত আমরা দেখেছি, যদি হাসিনা না পড়ত, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আপনারা আবার কিন্তু এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদলেহন করে চাকরি করতেন। এ জন্য ৫ আগস্ট পরবর্তী জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি সরকারকে হুমকি দেন, সংস্কারের কাজে বাধা দেন, তাহলে জনগণই আপনাদের বিকল্প খুঁজে নেবে।’
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন প্রমুখ।
পরে নেতারা উত্তর জেলার বিভিন্ন উপজেলায় পথসভায় অংশ নেন। এর আগে গতকাল রোববার চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের কর্ণফুলীসহ বিভিন্ন উপজেলায় পথসভা করেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না।
আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা শুরুর আগে সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এখন সচিবালয় ঘিরে আন্দোলন-বিক্ষোভ হচ্ছে। এনবিআর সংস্কারেও বাধা দেওয়া হচ্ছে। আমরা আপনাদের বলতে চাই, যখন জুলাই অভ্যুত্থান চলছিল, তখন আপনারা কিন্তু শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে কালো ব্যাজ ধারণ করে অফিস করেছেন।’
হাসনাত আরও বলেন, ‘আপনারা এখন হুমকি দেন, অফিস চলতে দেবেন না, অফিস বন্ধ রাখবেন। ৫ আগস্ট তো আপনাদের এই হিম্মত ছিল না। তখন শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে, তাঁর কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে আপনাদের একজনও তো পদত্যাগ করেননি।’
এনসিপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের যদি অসহায়-দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আঁতুড়ঘর হচ্ছে এনবিআর। সে জন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছা, সেভাবে দেখতে পারেন।'
হাসনাত বলেন, ‘আমরা জনগণের হয়ে, জনগণের মধ্য থেকে কথা বলি। আমরা শক্ত ভাষায় বলতে চাই, ৫ আগস্ট পর্যন্ত আমরা দেখেছি, যদি হাসিনা না পড়ত, যদি ফ্যাসিবাদ সরকার টিকে যেত, আপনারা আবার কিন্তু এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদলেহন করে চাকরি করতেন। এ জন্য ৫ আগস্ট পরবর্তী জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি সরকারকে হুমকি দেন, সংস্কারের কাজে বাধা দেন, তাহলে জনগণই আপনাদের বিকল্প খুঁজে নেবে।’
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন প্রমুখ।
পরে নেতারা উত্তর জেলার বিভিন্ন উপজেলায় পথসভায় অংশ নেন। এর আগে গতকাল রোববার চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের কর্ণফুলীসহ বিভিন্ন উপজেলায় পথসভা করেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপির নেতারা।
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
৫ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
৭ ঘণ্টা আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
৯ ঘণ্টা আগে