কলকাতা প্রতিনিধি
বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়ে বলেছেন, ‘বিএনপি হিন্দু বিরোধী, ভারত বিরোধী। তাই বিএনপির কর্মসূচি থাকলে বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত থাকেন।’
আজ শনিবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদনে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ। সেখানেই তিনি বাংলাদেশের রংপুরে বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘২০২১ সালে দুর্গা পূজার সময় বিএনপি যে অশান্তি সৃষ্টি করেছিল তার প্রমাণ সরকারের কাছে আছে।’ এ সময় তিনি জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ বা বর্জন করার অধিকার আছে। তবে নির্বাচন প্রতিহত করার অধিকার কারও নেই।’ একই সঙ্গে তিনি গণতন্ত্রকে সুসংহত করতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন। বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয় নিশ্চিত বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রেস ক্লাব, কলকাতায় আয়োজিত উৎসবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিকও উপস্থিত ছিলেন। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দো–বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘সীমানা পেরিয়ে আমরা বাঙালি’—শীর্ষক এক অনুষ্ঠানেও যোগ দেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিশিষ্ট সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়, বাংলাদেশের কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং বাংলাদেশের চলচ্চিত্র তারকা জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র এই উৎসব। উৎসবে ‘হাসিনা এ ডটারস টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’ এবং ‘চিরঞ্জীব মুজিব’সহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে।
রাজনীতির সর্বশেষ খবর আরও পড়ুন:
বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গিয়ে বলেছেন, ‘বিএনপি হিন্দু বিরোধী, ভারত বিরোধী। তাই বিএনপির কর্মসূচি থাকলে বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কিত থাকেন।’
আজ শনিবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদনে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ। সেখানেই তিনি বাংলাদেশের রংপুরে বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘২০২১ সালে দুর্গা পূজার সময় বিএনপি যে অশান্তি সৃষ্টি করেছিল তার প্রমাণ সরকারের কাছে আছে।’ এ সময় তিনি জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ বা বর্জন করার অধিকার আছে। তবে নির্বাচন প্রতিহত করার অধিকার কারও নেই।’ একই সঙ্গে তিনি গণতন্ত্রকে সুসংহত করতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন। বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জয় নিশ্চিত বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রেস ক্লাব, কলকাতায় আয়োজিত উৎসবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিকও উপস্থিত ছিলেন। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দো–বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘সীমানা পেরিয়ে আমরা বাঙালি’—শীর্ষক এক অনুষ্ঠানেও যোগ দেন।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিশিষ্ট সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়, বাংলাদেশের কক্সবাজার–৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং বাংলাদেশের চলচ্চিত্র তারকা জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র এই উৎসব। উৎসবে ‘হাসিনা এ ডটারস টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’ এবং ‘চিরঞ্জীব মুজিব’সহ মোট ৩৭টি চলচ্চিত্র দেখানো হবে।
রাজনীতির সর্বশেষ খবর আরও পড়ুন:
অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ‘মহান মে দিবস উপলক্ষে’ এক শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
২ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রমিকদের জন্য কল্যাণকর যত কাজ হয়েছে, তা সবই হয়েছে বিএনপি ক্ষমতায় থাকাকালে। আজ বৃহস্পতিবার (১ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন...
২ ঘণ্টা আগেমিয়ানমার সীমান্তে ‘মানবিক করিডর’ দেওয়া প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে...
৩ ঘণ্টা আগেরাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে...
৬ ঘণ্টা আগে