শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ডেমরায় দলটির এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ২টায় ডেমরার সারুলিয়া গরুর হাট মাঠে এ কর্মশালা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ (সচিব)। এ সময় তিনি তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন ও বিশ্লেষণ করেন।
কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।
সভায় প্রধান অতিথি ইসমাইল হোসেন জবিউল্লাহ তাঁর বক্তব্যে তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচির মধ্যে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর ২ মেয়াদ নির্ধারণ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, বর্তমান বিচারব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা ও আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনসহ ৩১ দফা এলাকাবাসী ও নেতা-কর্মীদের কাছে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তুলে ধরেন।
সভায় অন্য বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ১৯ দফা দাবি জারি করেছিলেন, তেমনি তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। বর্তমানে দেশে যে সংস্কার চলছে, তারেক রহমান বাংলাদেশ সংস্কারে ৩১ দফা উপস্থাপন করে সেই কাজ শুরু করেছেন ২০২৩ সালের ১৩ জুলাই থেকে। আর ওই ৩১ দফা বাস্তবায়ন করা হলে দেশের রাষ্ট্রকাঠামো বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে।
রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর ডেমরায় দলটির এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ২টায় ডেমরার সারুলিয়া গরুর হাট মাঠে এ কর্মশালা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ (সচিব)। এ সময় তিনি তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন ও বিশ্লেষণ করেন।
কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী।
সভায় প্রধান অতিথি ইসমাইল হোসেন জবিউল্লাহ তাঁর বক্তব্যে তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচির মধ্যে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর ২ মেয়াদ নির্ধারণ, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থা সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, বর্তমান বিচারব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা ও আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনসহ ৩১ দফা এলাকাবাসী ও নেতা-কর্মীদের কাছে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তুলে ধরেন।
সভায় অন্য বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ১৯ দফা দাবি জারি করেছিলেন, তেমনি তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। বর্তমানে দেশে যে সংস্কার চলছে, তারেক রহমান বাংলাদেশ সংস্কারে ৩১ দফা উপস্থাপন করে সেই কাজ শুরু করেছেন ২০২৩ সালের ১৩ জুলাই থেকে। আর ওই ৩১ দফা বাস্তবায়ন করা হলে দেশের রাষ্ট্রকাঠামো বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
৩ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
৪ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
৫ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
৭ ঘণ্টা আগে