জবি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘আমরা অচিরেই জাতীয় নির্বাচনের রূপরেখা চাচ্ছি, জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে। রূপরেখা দানের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির ৮০ শতাংশ সমস্যা নিরসন হবে।’
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘এই চার মাসের মাথায় ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের গুম, খুন, হত্যা ভুলে গেলে চলবে না। আমরা যদি তাদের ত্যাগ ভুলে যাই তাহলে ঐক্য গঠিত হবে না। যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টমুক্ত প্রতিটি ক্যাম্পাস পেয়েছি তাদের আমরা ভুলব না। বিশ্বজিৎ হত্যার বিচার দাবি করছি।’
রাকিবুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাস রাজনীতি হতে হবে শিক্ষার্থীদের কল্যাণে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করবো, দেশ ও দশের জন্য কাজ করবো। আমি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি।’
এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ভবিষ্যতে সকলকে নিরপেক্ষ অবস্থানে থেকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে ৷ আগামীর বাংলাদেশ বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে।’
ছাত্রদল সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল তাদের অপসারণ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো জায়গা দখল হয়ে গেছে সেগুলো আমরা ছাত্রদল চাইলে একদিনে দখলমুক্ত করতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের মাধ্যমে উদ্ধার করুক।’
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘আমরা অচিরেই জাতীয় নির্বাচনের রূপরেখা চাচ্ছি, জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে। রূপরেখা দানের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির ৮০ শতাংশ সমস্যা নিরসন হবে।’
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘এই চার মাসের মাথায় ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের গুম, খুন, হত্যা ভুলে গেলে চলবে না। আমরা যদি তাদের ত্যাগ ভুলে যাই তাহলে ঐক্য গঠিত হবে না। যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টমুক্ত প্রতিটি ক্যাম্পাস পেয়েছি তাদের আমরা ভুলব না। বিশ্বজিৎ হত্যার বিচার দাবি করছি।’
রাকিবুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাস রাজনীতি হতে হবে শিক্ষার্থীদের কল্যাণে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করবো, দেশ ও দশের জন্য কাজ করবো। আমি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি।’
এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ভবিষ্যতে সকলকে নিরপেক্ষ অবস্থানে থেকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে ৷ আগামীর বাংলাদেশ বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে।’
ছাত্রদল সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল তাদের অপসারণ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো জায়গা দখল হয়ে গেছে সেগুলো আমরা ছাত্রদল চাইলে একদিনে দখলমুক্ত করতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের মাধ্যমে উদ্ধার করুক।’
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৭ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৭ ঘণ্টা আগে