Ajker Patrika

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকে হেফাজত নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১: ০৮
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকে হেফাজত নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে আলোচনায় বসতে তাঁর বাসায় গেছেন হেফাজতে ইসলামের নেতারা। আজ সোমবার রাত ৯টার দিকে জানা গেছে হেফাজত নেতাদের সঙ্গে মন্ত্রীর বৈঠক চলছে। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূরুল ইসলাম জেহাদী, দুই খাদেম শফি ও নাইম জুনায়েদ বৈঠকে উপস্থিত আছেন।

এর আগে হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জেহাদী এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যাচ্ছেন। তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

এর আগে সাক্ষাতে অংশ নিতে একই দিনে ঢাকায় এসেছেন জুনায়েদ বাবুনগরী।

বৈঠকে কওমি মাদ্রাসা খুলে দেওয়া, হেফাজত নেতাকর্মীদের মুক্তি, মামলাসহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন হেফাজতের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত