ঢাবি সংবাদদাতা
আত্মপ্রকাশকে ঘিরে দুই পক্ষের বিক্ষোভ ও হাতাহাতির এক দিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে শিক্ষার্থীদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ২০৫ সদস্যের ওই পূর্ণাঙ্গ কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির।
শুরুতেই আবু বাকের মজুমদার গত বুধবারের বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘বুধবার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারিনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশের যেসব বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় রাজনীতিসচেতন শিক্ষার্থী রয়েছেন, তাঁদের নিয়েই কমিটি গঠন করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের যে চেতনা ছিল এবং এক দফার আন্দোলনে যোগদানের মাধ্যমে হাসিনাকে ক্ষমতাচ্যুতের মধ্যে যে স্বপ্ন সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তা বাস্তবায়নে কাজ করে যাবে।’
শিগগিরই সারা দেশে কমিটি আহ্বান করা হবে উল্লেখ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের এই কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ‘বুধবার সারা দেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিতে শিক্ষার্থীদের মধ্যে আকাঙ্ক্ষা ও উৎফুল্ল দেখতে পেয়েছি। সবাইকে শান্ত থেকে আহ্বান রাখব, আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, তাঁরা সারা দেশে বিভিন্ন ইউনিট ও সংসদে কমিটি গঠন করবেন।’
রিফাত রশীদের পদত্যাগ
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও এই কমিটিতে নেই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ। সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষার্থী।
বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন
বুধবার নতুন এই ছাত্রসংগঠন আত্মপ্রকাশে আসার দিনে অভিযোগ ওঠে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ রেখে শুধু ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের হাতাহাতিতে কয়েকজন আহত হন। পুরো ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে আবু বাকের মজুমদার বলেন, ‘কমিটি সাত কর্মদিবসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। তার প্রেক্ষিতে কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বোধ করলে আমরা সেটি নেব।’
তদন্ত কমিটিতে থাকা তিন সদস্য হলেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও ঢাবি শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং জ্যেষ্ঠ সংগঠক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
মধুর ক্যানটিন ও মল চত্বরে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির কথা থাকলে তা স্থগিতের ঘোষণা দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করব। সুযোগসন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের সব কর্মসূচি স্থগিত করা হলো।’
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন বলেন, বুধবার তাঁরা ভুল বুঝেছিলেন যে, সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অংশ নেই। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলেই বোঝা যেত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল কি না। পরবর্তী সময়ে যখন বলা হলো, পূর্ণাঙ্গ কমিটিতে ৩০-৩৫ জন রয়েছেন, তখন বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
আত্মপ্রকাশকে ঘিরে দুই পক্ষের বিক্ষোভ ও হাতাহাতির এক দিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে শিক্ষার্থীদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ২০৫ সদস্যের ওই পূর্ণাঙ্গ কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির।
শুরুতেই আবু বাকের মজুমদার গত বুধবারের বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘বুধবার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারিনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশের যেসব বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় রাজনীতিসচেতন শিক্ষার্থী রয়েছেন, তাঁদের নিয়েই কমিটি গঠন করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের যে চেতনা ছিল এবং এক দফার আন্দোলনে যোগদানের মাধ্যমে হাসিনাকে ক্ষমতাচ্যুতের মধ্যে যে স্বপ্ন সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তা বাস্তবায়নে কাজ করে যাবে।’
শিগগিরই সারা দেশে কমিটি আহ্বান করা হবে উল্লেখ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের এই কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ‘বুধবার সারা দেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিতে শিক্ষার্থীদের মধ্যে আকাঙ্ক্ষা ও উৎফুল্ল দেখতে পেয়েছি। সবাইকে শান্ত থেকে আহ্বান রাখব, আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, তাঁরা সারা দেশে বিভিন্ন ইউনিট ও সংসদে কমিটি গঠন করবেন।’
রিফাত রশীদের পদত্যাগ
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও এই কমিটিতে নেই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ। সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষার্থী।
বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন
বুধবার নতুন এই ছাত্রসংগঠন আত্মপ্রকাশে আসার দিনে অভিযোগ ওঠে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ রেখে শুধু ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের হাতাহাতিতে কয়েকজন আহত হন। পুরো ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে আবু বাকের মজুমদার বলেন, ‘কমিটি সাত কর্মদিবসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। তার প্রেক্ষিতে কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বোধ করলে আমরা সেটি নেব।’
তদন্ত কমিটিতে থাকা তিন সদস্য হলেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও ঢাবি শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং জ্যেষ্ঠ সংগঠক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
মধুর ক্যানটিন ও মল চত্বরে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির কথা থাকলে তা স্থগিতের ঘোষণা দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করব। সুযোগসন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের সব কর্মসূচি স্থগিত করা হলো।’
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন বলেন, বুধবার তাঁরা ভুল বুঝেছিলেন যে, সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অংশ নেই। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলেই বোঝা যেত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল কি না। পরবর্তী সময়ে যখন বলা হলো, পূর্ণাঙ্গ কমিটিতে ৩০-৩৫ জন রয়েছেন, তখন বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়া শেষের দিকে। মাঠপর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়া চালাচ্ছে দলটি, যা আগামী অক্টোবরেই চূড়ান্ত রূপ দিতে চান নেতারা। দলের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, শিগগিরই এ প্রক্রিয়ার চূড়ান্ত ফল দৃশ্যমান হবে...
৪ ঘণ্টা আগেআবার আওয়ামী লীগ প্রতিষ্ঠার স্বপ্ন শুধু দুঃস্বপ্ন নয়, পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত বিক্ষোভ..
৬ ঘণ্টা আগেজামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। আজ বৃহস্পতিবার জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের (ঢাকা-৬ আসনের) উদ্যোগে মন্দির ও পূজা..
৭ ঘণ্টা আগেনিখোঁজ হওয়া তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদের অবস্থান চিহ্নিত করে তাঁকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, মামুনের পরিবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা সত্ত্বেও প্রশাসনের ভূম
৮ ঘণ্টা আগে