নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারই বাজারে সিন্ডিকেট তৈরি করে রেখেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের নেতারা এমন অভিযোগ করেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিলও করেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা।
মিছিলপূর্ব সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার বাজারে-বাজারে সিন্ডিকেট তৈরি করে রেখেছে। এসব সিন্ডিকেটে কোনো বিরোধী দলের লোক আছে? আমরা পুরো ব্যবস্থা বদলে দিতে চাই। কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। আমাদের লড়াই স্বেচ্ছাচারী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।’
সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে মান্না বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য তারা (সরকার) ভোট নিয়ে, বাজেট নিয়ে, রিজার্ভ নিয়ে মিথ্যা কথা বলে।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই বললেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাহলে টিসিবির ট্রাকের পেছনে বুভুক্ষু মানুষের লাইন থাকবে কেন? আপনারা সবকিছুতে মিথ্যা কথা বলেন।’
সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘একতরফা নির্বাচনের মাধ্যমে, নিজেদের মধ্যে ক্ষমতায় ভাগাভাগি করে তারা (সরকার) ক্ষমতার নবায়ন করেছে। তারা বলেছিল, বাংলাদেশ থেকে সব সিন্ডিকেট উধাও হয়ে যাবে। অথচ আজকে বাজারে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া। আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম, তেলের দাম কমছে। কিন্তু বাংলাদেশে কোনো কমতি নাই। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে এখানে ধারাবাহিকভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে।’
সীমান্তের উত্তেজনা প্রসঙ্গে সাকি বলেন, ‘সীমান্তে আমাদের বিজিবি সদস্যকে হত্যা করা হলো। প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। আমাদের দেশের নদীর পানি, বাণিজ্যিক স্বার্থসহ যে সমস্ত স্বার্থ আছে, সেগুলো তাঁরা তুলতে পারেন না।’ রোহিঙ্গাদের প্রত্যাবাসন কেন করা যাচ্ছে না, সে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এই সরকার ভারত ও চীনের সঙ্গে বন্ধুত্বের কথা বলে। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবর্তনে তারা বন্ধুত্বের সম্পর্ক ব্যবহার করতে পারে নাই।’
সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজুসহ আরও অনেকে বক্তব্য দেন।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারই বাজারে সিন্ডিকেট তৈরি করে রেখেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের নেতারা এমন অভিযোগ করেন। সমাবেশের পর বিক্ষোভ মিছিলও করেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা।
মিছিলপূর্ব সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার বাজারে-বাজারে সিন্ডিকেট তৈরি করে রেখেছে। এসব সিন্ডিকেটে কোনো বিরোধী দলের লোক আছে? আমরা পুরো ব্যবস্থা বদলে দিতে চাই। কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই। আমাদের লড়াই স্বেচ্ছাচারী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।’
সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে মান্না বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য তারা (সরকার) ভোট নিয়ে, বাজেট নিয়ে, রিজার্ভ নিয়ে মিথ্যা কথা বলে।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই বললেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাহলে টিসিবির ট্রাকের পেছনে বুভুক্ষু মানুষের লাইন থাকবে কেন? আপনারা সবকিছুতে মিথ্যা কথা বলেন।’
সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘একতরফা নির্বাচনের মাধ্যমে, নিজেদের মধ্যে ক্ষমতায় ভাগাভাগি করে তারা (সরকার) ক্ষমতার নবায়ন করেছে। তারা বলেছিল, বাংলাদেশ থেকে সব সিন্ডিকেট উধাও হয়ে যাবে। অথচ আজকে বাজারে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগাম ছাড়া। আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম, তেলের দাম কমছে। কিন্তু বাংলাদেশে কোনো কমতি নাই। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে এখানে ধারাবাহিকভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে।’
সীমান্তের উত্তেজনা প্রসঙ্গে সাকি বলেন, ‘সীমান্তে আমাদের বিজিবি সদস্যকে হত্যা করা হলো। প্রতিবাদ পর্যন্ত করতে পারেন না। আমাদের দেশের নদীর পানি, বাণিজ্যিক স্বার্থসহ যে সমস্ত স্বার্থ আছে, সেগুলো তাঁরা তুলতে পারেন না।’ রোহিঙ্গাদের প্রত্যাবাসন কেন করা যাচ্ছে না, সে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এই সরকার ভারত ও চীনের সঙ্গে বন্ধুত্বের কথা বলে। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবর্তনে তারা বন্ধুত্বের সম্পর্ক ব্যবহার করতে পারে নাই।’
সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজুসহ আরও অনেকে বক্তব্য দেন।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৯ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১২ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৮ ঘণ্টা আগে