Ajker Patrika

বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবে না: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৮: ৩৯
বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবে না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো শক্তিশালী দেশ চাপ দিয়ে কোনো কিছু করাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এটা জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার দেশ না। বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে।’

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জয়নগর লিয়াকত আলী উচ্চবিদ্যালয় মাঠে গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মার্কিন প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এখানে নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটাই তাদের কাম্য।’

 আনিসুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে সেই আইনি ব্যবস্থা ও অবকাঠামো আছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এ ছাড়া অন্যান্য ব্যাপারে যেসব বিষয়ে আলাপ হয়েছে, এর মধ্যে ডিএসএ (ডিজিটাল নিরাপত্তা আাইন) নিয়ে আলাপ হয়েছে—সেটাও সংশোধনের ব্যবস্থা হবে।’

র‍্যাবের স্যাংশন বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘তাঁরাও বলেছেন, র‍্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়া, তাঁরা এটা দেখবেন এবং র‍্যাবের বিষয়ে বিবেচনা করবেন।’

গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানী, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, সাবেক পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত