Ajker Patrika

আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হলেন হাছান মাহমুদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২১: ০৬
আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হলেন হাছান মাহমুদ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ রোববার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮(১) ধারা অনুযায়ী দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে। 

২০১৯ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম সম্মেলনে ১৯ সদস্যের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের নাম ঘোষণা করা হয়। এ কমিটিতে ছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আবদুল্লাহ, কাজী জাফর উল্ল্যাহ, মোহাম্মদ নাসিম, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, ওবায়দুল কাদের, রশিদুল আলম, মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আবদুস সোবহান গোলাপ। পরে সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে যুক্ত করা হয়। তাঁদের মধ্যে মোহাম্মদ নাসিম মারা গেছেন। 

১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ বৈঠকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থী এবং ৬১টি জেলা পরিষদের নির্বাচনের দলীয় সমর্থিত প্রার্থী চূড়ান্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত