নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মেগা প্রকল্পগুলো থেকে দুর্নীতি করে ১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছে। এর ফলে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতারা ব্যাংক ও মেগা প্রকল্পগুলো থেকে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে অভিযোগ করে আমীর খসরু বলেন, ‘ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি হিসেবে প্রতিবছর ৭-৮ বিলিয়ন টাকা তারা বাইরে নিয়ে গেছে। অর্থাৎ, ১৪-১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার, মানে ১ লাখ কোটি টাকার ওপরে বিদেশে পাচার করেছে।’
লুটপাট, পাচারের ফলে ঋণের টাকায় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হচ্ছে এবং এই ঋণের দায় জনগণের ওপর পড়বে জানিয়ে তিনি বলেন, ‘এখন ঋণ এতগুণ বেড়েছে যে আগামী দিনে এই ঋণ পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে।’
দেশে আইন করে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আবার দেখাচ্ছে আমরা ব্রিজ করতেছি, টানেল করতেছি, এটা-ওটা করতেছি। ১৫ বছর একটানা থাকলে যেকোনো সরকার এর তিন গুণ কাজ করতে পারে। তারা লুটপাট করবে, আর এর ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশের জনগণকে।’
তিনি বলেন, ‘আইয়ুব খানের কথা মনে আছে? আইয়ুব খান উন্নয়নের গান গাইত। আইয়ুব খান উন্নয়নের গান গাইতে গিয়ে কী হয়েছে? বাংলাদেশ স্বাধীনই হয়ে গেছে। গণতন্ত্রে মানুষের অধিকার ছাড়া উন্নয়ন টেকসই হতে পারে না।’
দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘অনেকেই পরিবারের চিকিৎসা করাতে পারছে না, লেখাপড়া করাতে পারছে না। আর আওয়ামী লুটেরারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করে আবার উন্নয়নের কথা বলছে। এই উন্নয়ন করতে গিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে দেওয়া হয়েছে।’
সরকার আবারও একতরফা নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে, কাল থেকে কাজ শুরু হবে। কার নির্বাচন? কার নির্বাচন আপনি করছেন? বাংলাদেশের মানুষের নির্বাচন, না কোনো একটা দলের নির্বাচন? মানুষকে বোকা ভাবছে ওরা। নির্বাচনের একটা ঘোষণা দিল আর নির্বাচন হয়ে গেল।’
বর্তমান পরিস্থিতি দেশের মানুষের সহ্যের বাইরে চলে গেছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে তাদের অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকারের জন্য। প্রতিদিন দেশের মানুষ প্রত্যাশা করে কালকে একটা কিছু হবে, পরশু একটা কিছু হবে।’
আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মেগা প্রকল্পগুলো থেকে দুর্নীতি করে ১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছে। এর ফলে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতারা ব্যাংক ও মেগা প্রকল্পগুলো থেকে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে অভিযোগ করে আমীর খসরু বলেন, ‘ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি হিসেবে প্রতিবছর ৭-৮ বিলিয়ন টাকা তারা বাইরে নিয়ে গেছে। অর্থাৎ, ১৪-১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার, মানে ১ লাখ কোটি টাকার ওপরে বিদেশে পাচার করেছে।’
লুটপাট, পাচারের ফলে ঋণের টাকায় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হচ্ছে এবং এই ঋণের দায় জনগণের ওপর পড়বে জানিয়ে তিনি বলেন, ‘এখন ঋণ এতগুণ বেড়েছে যে আগামী দিনে এই ঋণ পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে।’
দেশে আইন করে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আবার দেখাচ্ছে আমরা ব্রিজ করতেছি, টানেল করতেছি, এটা-ওটা করতেছি। ১৫ বছর একটানা থাকলে যেকোনো সরকার এর তিন গুণ কাজ করতে পারে। তারা লুটপাট করবে, আর এর ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশের জনগণকে।’
তিনি বলেন, ‘আইয়ুব খানের কথা মনে আছে? আইয়ুব খান উন্নয়নের গান গাইত। আইয়ুব খান উন্নয়নের গান গাইতে গিয়ে কী হয়েছে? বাংলাদেশ স্বাধীনই হয়ে গেছে। গণতন্ত্রে মানুষের অধিকার ছাড়া উন্নয়ন টেকসই হতে পারে না।’
দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘অনেকেই পরিবারের চিকিৎসা করাতে পারছে না, লেখাপড়া করাতে পারছে না। আর আওয়ামী লুটেরারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করে আবার উন্নয়নের কথা বলছে। এই উন্নয়ন করতে গিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে দেওয়া হয়েছে।’
সরকার আবারও একতরফা নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে, কাল থেকে কাজ শুরু হবে। কার নির্বাচন? কার নির্বাচন আপনি করছেন? বাংলাদেশের মানুষের নির্বাচন, না কোনো একটা দলের নির্বাচন? মানুষকে বোকা ভাবছে ওরা। নির্বাচনের একটা ঘোষণা দিল আর নির্বাচন হয়ে গেল।’
বর্তমান পরিস্থিতি দেশের মানুষের সহ্যের বাইরে চলে গেছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে তাদের অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকারের জন্য। প্রতিদিন দেশের মানুষ প্রত্যাশা করে কালকে একটা কিছু হবে, পরশু একটা কিছু হবে।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
৪৩ মিনিট আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১২ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৫ ঘণ্টা আগে