নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী জাতীয় নির্বাচন বানচাল করে অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্র মোকাবিলা করতে সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২২ জুন) আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, শুধু আমেরিকা নয়, পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী। তাদের সবাইকে দেখিয়ে দিতে হবে, আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়।
বিএনপিসহ কিছু দল নির্বাচনকে পণ্ড করার চেষ্টা করছে বলে বৈঠকে নেতাদের জানিয়ে শেখ হাসিনা বলেন, এটা মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ হবে। তাই নির্বাচন সুষ্ঠু করতে হবে।
সিটি নির্বাচনের মতো প্রয়োজনে সংসদ নির্বাচনেও কেন্দ্রে ক্যামেরা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির পাশাপাশি জাতীয় পার্টিও নির্বাচনে না আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনে অনাস্থা প্রকাশ করে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে চায় তারা। সেই চ্যালেঞ্জ ‘ওভারকাম’ করতে হবে।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না জেনে এই সরকারের অর্জনকে ম্লান করতে মাঠে নেমেছে একটি পক্ষ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে।
এর জবাব দেওয়ার জন্য নেতা–কর্মীদের নির্দেশনা দিয়ে সাধারণ মানুষের কাছে সরকারে অর্জন এবং বিএনপি জোটের অপকর্ম তুলে ধরতে বলেন।
কাদা ছোড়াছুড়ি নয়
বৈঠকে সূত্রে জানা গেছে, তৃণমূলের বিভিন্ন এলাকার নেতাদের কোন্দলের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে দলীয় সভাপতি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করার নির্দেশনা দেন। মনোনয়ন প্রত্যাশীরা এমপিদের শত্রু হিসেবে গণ্য করেন। পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে দল ও সরকারকে ক্ষতিগ্রস্ত না করার নির্দেশনা দেন শেখ হাসিনা।
সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সবাইকে এলাকায় যেতে হবে। কেউ যদি মনে করেন ঢাকায় বসে মনোনয়ন পেয়ে যাবেন এবং জয়ী হবেন, তাহলে ভুল করবেন।
স্থানীয় নেতৃত্বের সঙ্গে সংসদ সদস্যের কোনো ঝামেলা থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।
সাংগঠনিক প্রতিবেদন
বৈঠকে আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাঁদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। সেখানে তাঁরা কোন জেলার কী অবস্থা সেটি জানান। কোথায় কোথায় সমস্যা আছে সেটি জানান। কিছু জায়গায় আওয়ামী লীগ সভাপতি সিদ্ধান্ত জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে আর কোনো ইউনিটের (ওয়ার্ড থেকে জেলা) সম্মেলন না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে যেসব ইউনিটের সম্মেলন হয়েছে তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি, তা দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৈঠকে খুলনা বিভাগের প্রতিবেদনে ঝিনাইদহের শৈলকূপায় একটি হিন্দু মন্দির নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতার ছেলের সঙ্গে ঝামেলার তথ্য উঠে আসে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা।
আগামী জাতীয় নির্বাচন বানচাল করে অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্র মোকাবিলা করতে সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২২ জুন) আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, শুধু আমেরিকা নয়, পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী। তাদের সবাইকে দেখিয়ে দিতে হবে, আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়।
বিএনপিসহ কিছু দল নির্বাচনকে পণ্ড করার চেষ্টা করছে বলে বৈঠকে নেতাদের জানিয়ে শেখ হাসিনা বলেন, এটা মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ হবে। তাই নির্বাচন সুষ্ঠু করতে হবে।
সিটি নির্বাচনের মতো প্রয়োজনে সংসদ নির্বাচনেও কেন্দ্রে ক্যামেরা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির পাশাপাশি জাতীয় পার্টিও নির্বাচনে না আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নির্বাচনে অনাস্থা প্রকাশ করে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসাতে চায় তারা। সেই চ্যালেঞ্জ ‘ওভারকাম’ করতে হবে।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো সম্ভব হবে না জেনে এই সরকারের অর্জনকে ম্লান করতে মাঠে নেমেছে একটি পক্ষ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে।
এর জবাব দেওয়ার জন্য নেতা–কর্মীদের নির্দেশনা দিয়ে সাধারণ মানুষের কাছে সরকারে অর্জন এবং বিএনপি জোটের অপকর্ম তুলে ধরতে বলেন।
কাদা ছোড়াছুড়ি নয়
বৈঠকে সূত্রে জানা গেছে, তৃণমূলের বিভিন্ন এলাকার নেতাদের কোন্দলের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে দলীয় সভাপতি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করার নির্দেশনা দেন। মনোনয়ন প্রত্যাশীরা এমপিদের শত্রু হিসেবে গণ্য করেন। পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে দল ও সরকারকে ক্ষতিগ্রস্ত না করার নির্দেশনা দেন শেখ হাসিনা।
সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, সবাইকে এলাকায় যেতে হবে। কেউ যদি মনে করেন ঢাকায় বসে মনোনয়ন পেয়ে যাবেন এবং জয়ী হবেন, তাহলে ভুল করবেন।
স্থানীয় নেতৃত্বের সঙ্গে সংসদ সদস্যের কোনো ঝামেলা থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার নির্দেশ দেন তিনি।
সাংগঠনিক প্রতিবেদন
বৈঠকে আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাঁদের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। সেখানে তাঁরা কোন জেলার কী অবস্থা সেটি জানান। কোথায় কোথায় সমস্যা আছে সেটি জানান। কিছু জায়গায় আওয়ামী লীগ সভাপতি সিদ্ধান্ত জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে আর কোনো ইউনিটের (ওয়ার্ড থেকে জেলা) সম্মেলন না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে যেসব ইউনিটের সম্মেলন হয়েছে তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি, তা দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৈঠকে খুলনা বিভাগের প্রতিবেদনে ঝিনাইদহের শৈলকূপায় একটি হিন্দু মন্দির নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতার ছেলের সঙ্গে ঝামেলার তথ্য উঠে আসে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা।
প্রথমবারের মতো জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ১৫ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে মো. শরিফুল ইসলাম শিবলীকে আহ্বায়ক এবং মো. বাদশা বুলবুলকে সদস্যসচিব করে কমিটি অনুমোদন দেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক
৫ ঘণ্টা আগেআজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
১ দিন আগেদুদু বলেন, ‘দেশে এখন জবাবদিহিমূলক সরকার দরকার। এ সরকার পেতে হলে ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাঁকে চিকিৎসা পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় তাঁকে ৬ বছর জেলে রেখেছিল।’
১ দিন আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধিদল। আজ রোববার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
১ দিন আগে