নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি ও দুইটি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। পুলিশের দায়ের করা মামলায় নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হকসহ বিএনপির ১৫৫ জন নেতা কর্মীকে আসামি করা হলেও মেট্রোরেলের মামলা দুটিতে আসামি অজ্ঞাতনামা ব্যক্তিরা।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। পরে আরও দুটি মামলা হয়েছে। তিন মামলায় এখন পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে পুলিশ উল্লেখ্য করেছেন, মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
মেট্রোরেলের মামলায় বলা হয়েছে, মামলায় মেট্রোরেল প্রকল্পাধীন এলাকায় প্রকল্পের গাড়ি ও সরঞ্জাম ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগ করা হয়েছে। এতে ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতির কথা বলা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ' ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমরা শেরে বাংলা থানায় মামলা করেছি। এর বাইরে আপাতত কিছু বলতে পারব না।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল ঢাকা মহানগর বিএনপির দুই নতুন কমিটির। তার আগেই সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশের ১৪ জন সদস্যসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্তত অর্ধশত নেতা কর্মী আহত হন।
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি ও দুইটি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। পুলিশের দায়ের করা মামলায় নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হকসহ বিএনপির ১৫৫ জন নেতা কর্মীকে আসামি করা হলেও মেট্রোরেলের মামলা দুটিতে আসামি অজ্ঞাতনামা ব্যক্তিরা।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন। পরে আরও দুটি মামলা হয়েছে। তিন মামলায় এখন পর্যন্ত মোট ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে পুলিশ উল্লেখ্য করেছেন, মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
মেট্রোরেলের মামলায় বলা হয়েছে, মামলায় মেট্রোরেল প্রকল্পাধীন এলাকায় প্রকল্পের গাড়ি ও সরঞ্জাম ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগ করা হয়েছে। এতে ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতির কথা বলা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ' ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমরা শেরে বাংলা থানায় মামলা করেছি। এর বাইরে আপাতত কিছু বলতে পারব না।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল ঢাকা মহানগর বিএনপির দুই নতুন কমিটির। তার আগেই সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ বাধে। এতে পুলিশের ১৪ জন সদস্যসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্তত অর্ধশত নেতা কর্মী আহত হন।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৭ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৭ ঘণ্টা আগে