Ajker Patrika

পুরোনো মামলায় গ্রেপ্তার হেফাজতের ৮ কেন্দ্রীয় নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১: ৪২
পুরোনো মামলায় গ্রেপ্তার হেফাজতের ৮ কেন্দ্রীয় নেতা

ঢাকা: গত কয়েকদিন ধরেই হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাদের গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবশেষ গ্রেপ্তার হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব।

এ নিয়ে প্রথম সারির আট হেফাজত নেতা গ্রেপ্তার হলেন। তাঁদেরকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার আট হেফাজত নেতা হলেন– জুনায়েদ আল হাবিব, জালাল উদ্দিন, আজিজুল ইসলামাবাদী, মুফতি শরীফ উল্লাহ, মুফতি ইলিয়াস, মঞ্জুরুল ইসলাম, মাওলানা জুবায়ের ও মুফতি সাখাওয়াত হোসেন।

রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে আজ শনিবার সকালে সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব জালাল উদ্দিনকে এবং বিকেলে বারিধারা থেকে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

জুনায়েদ আল হাবীবের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে সমাবেশের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি পল্টন এলাকায় তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলারও অন্যতম আসামি তিনি। তাঁকে সেসব মামলায় গ্রেফতার দেখিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।

চলমান ঘটনায় গত ১১ এপ্রিল র‍্যাব ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামাবাদীকে। তাকে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবে পল্টন থানায় দায়ের করা পুলিশের মামলার ১৫৭ নম্বর আসামি হিসেবে আটক দেখানো হয়। যদিও বলা হয়েছে, মোদিবিরোধী নাশকতার বিষয়ে পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

একই মামলায় গত ১৩ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরীফ উল্লাহকে ও ১৪ এপ্রিল সহকারী মহাসচিব মঞ্জুরুল ইসলাম ও কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থসম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহসভাপতি মুফতি ইলিয়াসকে ১১ এপ্রিল আটক করে র‍্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র‍্যাব)। তাঁকে নাশকতার পরিকল্পনা, ধর্মীয় উগ্রবাদ ছড়ানো, ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর অভিযোগে কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (মতিঝিল বিভাগ) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমাদের কাছে ২০১৩ সালের শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় বেশ কিছু মামলা তদন্তাধীন রয়েছে। সেসব মামলার দ্রুত তদন্ত শেষ করার উদ্যোগ নিয়েছি’।কা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আমরা হেফাজতের বিরুদ্ধে দায়ের করা সমস্ত বিচারাধীন মামলার তদন্ত ত্বরান্বিত করছি। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আসামীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার নির্দেশনা দিয়েছি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত