Ajker Patrika

দুই মামলায় জামিন, কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪: ০৩
দুই মামলায় জামিন, কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন ভিপি নুর

রাজধানীর দুটি থানায় পৃথক দুই মামলায় জামিন দেওয়া হয়েছে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই জামিন মঞ্জুর করেন। 
 
নুরের জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে কারামুক্ত হচ্ছেন বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন। তাঁরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বনানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার ঘটনায় কাফরুল থানার মামলায় দুটি আদালত পৃথক পৃথকভাবে জামিন দিয়েছেন। 
 
আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন জামিন শুনানি করেন। তাঁরা বলেন, জামিন দেওয়ার পর জামিননামা দাখিল করা হয়েছে এবং জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তিনি জামিনে মুক্তি পাবেন। 

এর আগে গত ১ আগস্ট নুরকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত