ঢাবি প্রতিনিধি
সর্বজনীন একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে ছাত্র ইউনিয়নের ৭২ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি পেশ ও নানা কর্মসূচি ঘোষণা করা হয়।
১১ দফা দাবিগুলো হলো অগণতান্ত্রিক স্বৈরাচারী আওয়ামী সরকারের পদত্যাগ, জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে; অবিলম্বে একই ধারার গণমুখী, বিজ্ঞানভিত্তিক, সর্বজনীন, অসাম্প্রদায়িক শিক্ষানীতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে; শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকল্পে ডাকসুসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে; শিক্ষা খাতে জাতীয় আয়ের ৮ ভাগ অথবা জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে; অবিলম্বে প্রশাসনিক তত্ত্বাবধানে হলগুলোর সিট বণ্টন করে গণরুম ও গেস্টরুমে ছাত্র নির্যাতন বন্ধ করতে হবে; জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষ ও স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ করে নিয়মিত শিক্ষা-কার্যক্রম পরিচালনা করতে হবে; বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল করতে হবে, শিক্ষার্থীদের জন্য অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ন করতে হবে, ইউজিসি অনুমোদিত অভিন্ন গ্রেডিং পদ্ধতি বাস্তবায়ন করতে হবে; ইউজিসির কৌশলপত্র, আইকিউএসি, অ্যাক্রেডিটেশন কাউন্সিল, পিপিসহ বিশ্বব্যাংক, আইএমএফের পরামর্শে চালু সকল শিক্ষা ধ্বংসের প্রকল্প বাতিল করতে হবে; সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে; পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন বন্ধ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে। সবিশেষ সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩, ওটিটি নিয়ন্ত্রণ নীতিমালাসহ সকল গণবিরোধী ও অগণতান্ত্রিক আইন বাতিল করতে হবে।
ছাত্র ইউনিয়নের ৭২ বছর বছর পূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচিগুলো হলো ২৫ এপ্রিল, দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ। ২৬ এপ্রিল বেলা ১১টায় ঢাবির মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনার। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, ফিলিস্তিন, লেবানন, সাইপ্রাস, আয়ারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, সার্বিয়া, ডেনমার্ক, কম্বোডিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ২০টির বেশি দেশের প্রায় ৩০টি ছাত্র ও যুব সংগঠন এ সেমিনারে অংশগ্রহণ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির একাংশের সভাপতি রাগীব নাঈম। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মিখা পিরেগু, জয় রায়, সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল, কোষাধ্যক্ষ নাজিফা জান্নাত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লেনিক চাকমা প্রমুখ।
রাগীব নাইম বলেন, ‘সামগ্রিক সংকটের কারণেই শিক্ষাঙ্গনেও আজ স্বৈরাচারের থাবা। দলীয়করণের মধ্য দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। গেস্টরুম, গণরুমকে ব্যবহার করে গত ১৫ বছরে ছাত্রলীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বিশ্বজিৎ, আবু বক্কর, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদসহ অনেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ন্যক্কারজনক গণধর্ষণের ঘটনায় ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেন ছাত্রলীগের নেতারাই। আর প্রশাসন ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার অভিযোগ এনে বহিষ্কার করে আমাদের সহযোদ্ধা অমর্ত্য আর ঋদ্ধকে।’
ছাত্র ইউনিয়নের ওপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গ টেনে নাঈম বলেন, ‘গত ডিসেম্বরে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং সাধারণ সম্পাদক মাঈন আহমেদকে মারাত্মকভাবে আহত করে। ছাত্রলীগ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভয় দেখিয়ে শিক্ষার্থীদের দমিয়ে রাখে আর এই সুযোগে প্রশাসন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখে।’
রাগীব নাইম আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবন ওষ্ঠাগত। কর্মসংস্থানের অভাবে কায়িক শ্রম দিতে কেউ ছুটছেন মধ্যপ্রাচ্যে, মানসিক শ্রম দিতে কেউ ছুটছেন ইউরোপ-আমেরিকায়। প্রশাসনের সকল পর্যায়ে দুর্নীতি, গা-জোয়ারি, অস্বচ্ছতা। বিরোধী শক্তিরা বিভক্ত, ভিন্ন ভিন্ন মাত্রায় কালিমালিপ্ত ও বিকল্প উপস্থাপনে ব্যর্থ। অস্ত্রের রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে, ব্যালটের রাজনীতিও পরাজিত। ফলে জনগণের সামনে নৈরাশ্যের অন্ধকার। অতীতে এহেন ক্রান্তিকালে দেশকে আলো দেখিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।’
এদিকে ৭২ বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়নের অপর অংশ (দীপক-শাহরিয়ার)। এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের সাবেক-বর্তমান নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, আপামর ছাত্র সমাজকে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি দীপক শীল এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।
বিবৃতিতে বলা হয় ছাত্র ইউনিয়ন এ দেশের প্রতিটি ইতিহাসের সঙ্গে জড়িত। ইতিহাসের প্রতিটি বাঁকে ছাত্র ইউনিয়ন ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ, সাম্প্রদায়িকতা, স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন লড়াই অব্যাহত রেখেছে। শিক্ষার অধিকার আদায় এবং একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন দাবিতে ছাত্র ইউনিয়ন লড়াই জারি রেখেছে। ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা ছাত্র সমাজকে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ছুড়ে ফেলে ছাত্র আন্দোলনের আদর্শভিত্তিক ধারাকে শক্তিশালী করার আহ্বান জানাই।
সর্বজনীন একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে ছাত্র ইউনিয়নের ৭২ বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি পেশ ও নানা কর্মসূচি ঘোষণা করা হয়।
১১ দফা দাবিগুলো হলো অগণতান্ত্রিক স্বৈরাচারী আওয়ামী সরকারের পদত্যাগ, জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে; অবিলম্বে একই ধারার গণমুখী, বিজ্ঞানভিত্তিক, সর্বজনীন, অসাম্প্রদায়িক শিক্ষানীতি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে; শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকল্পে ডাকসুসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে; শিক্ষা খাতে জাতীয় আয়ের ৮ ভাগ অথবা জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে; অবিলম্বে প্রশাসনিক তত্ত্বাবধানে হলগুলোর সিট বণ্টন করে গণরুম ও গেস্টরুমে ছাত্র নির্যাতন বন্ধ করতে হবে; জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষ ও স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ করে নিয়মিত শিক্ষা-কার্যক্রম পরিচালনা করতে হবে; বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিল করতে হবে, শিক্ষার্থীদের জন্য অভিন্ন টিউশন ফি নীতিমালা প্রণয়ন করতে হবে, ইউজিসি অনুমোদিত অভিন্ন গ্রেডিং পদ্ধতি বাস্তবায়ন করতে হবে; ইউজিসির কৌশলপত্র, আইকিউএসি, অ্যাক্রেডিটেশন কাউন্সিল, পিপিসহ বিশ্বব্যাংক, আইএমএফের পরামর্শে চালু সকল শিক্ষা ধ্বংসের প্রকল্প বাতিল করতে হবে; সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করতে হবে; পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন বন্ধ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে। সবিশেষ সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩, ওটিটি নিয়ন্ত্রণ নীতিমালাসহ সকল গণবিরোধী ও অগণতান্ত্রিক আইন বাতিল করতে হবে।
ছাত্র ইউনিয়নের ৭২ বছর বছর পূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচিগুলো হলো ২৫ এপ্রিল, দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ। ২৬ এপ্রিল বেলা ১১টায় ঢাবির মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনার। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, ফিলিস্তিন, লেবানন, সাইপ্রাস, আয়ারল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, সার্বিয়া, ডেনমার্ক, কম্বোডিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ২০টির বেশি দেশের প্রায় ৩০টি ছাত্র ও যুব সংগঠন এ সেমিনারে অংশগ্রহণ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির একাংশের সভাপতি রাগীব নাঈম। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মিখা পিরেগু, জয় রায়, সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল, কোষাধ্যক্ষ নাজিফা জান্নাত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লেনিক চাকমা প্রমুখ।
রাগীব নাইম বলেন, ‘সামগ্রিক সংকটের কারণেই শিক্ষাঙ্গনেও আজ স্বৈরাচারের থাবা। দলীয়করণের মধ্য দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। গেস্টরুম, গণরুমকে ব্যবহার করে গত ১৫ বছরে ছাত্রলীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বিশ্বজিৎ, আবু বক্কর, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদসহ অনেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ন্যক্কারজনক গণধর্ষণের ঘটনায় ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেন ছাত্রলীগের নেতারাই। আর প্রশাসন ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার অভিযোগ এনে বহিষ্কার করে আমাদের সহযোদ্ধা অমর্ত্য আর ঋদ্ধকে।’
ছাত্র ইউনিয়নের ওপর ছাত্রলীগের হামলার প্রসঙ্গ টেনে নাঈম বলেন, ‘গত ডিসেম্বরে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং সাধারণ সম্পাদক মাঈন আহমেদকে মারাত্মকভাবে আহত করে। ছাত্রলীগ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভয় দেখিয়ে শিক্ষার্থীদের দমিয়ে রাখে আর এই সুযোগে প্রশাসন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রাখে।’
রাগীব নাইম আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবন ওষ্ঠাগত। কর্মসংস্থানের অভাবে কায়িক শ্রম দিতে কেউ ছুটছেন মধ্যপ্রাচ্যে, মানসিক শ্রম দিতে কেউ ছুটছেন ইউরোপ-আমেরিকায়। প্রশাসনের সকল পর্যায়ে দুর্নীতি, গা-জোয়ারি, অস্বচ্ছতা। বিরোধী শক্তিরা বিভক্ত, ভিন্ন ভিন্ন মাত্রায় কালিমালিপ্ত ও বিকল্প উপস্থাপনে ব্যর্থ। অস্ত্রের রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে, ব্যালটের রাজনীতিও পরাজিত। ফলে জনগণের সামনে নৈরাশ্যের অন্ধকার। অতীতে এহেন ক্রান্তিকালে দেশকে আলো দেখিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।’
এদিকে ৭২ বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়নের অপর অংশ (দীপক-শাহরিয়ার)। এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের সাবেক-বর্তমান নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, আপামর ছাত্র সমাজকে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি দীপক শীল এবং সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।
বিবৃতিতে বলা হয় ছাত্র ইউনিয়ন এ দেশের প্রতিটি ইতিহাসের সঙ্গে জড়িত। ইতিহাসের প্রতিটি বাঁকে ছাত্র ইউনিয়ন ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ, সাম্প্রদায়িকতা, স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন লড়াই অব্যাহত রেখেছে। শিক্ষার অধিকার আদায় এবং একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন দাবিতে ছাত্র ইউনিয়ন লড়াই জারি রেখেছে। ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা ছাত্র সমাজকে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ছুড়ে ফেলে ছাত্র আন্দোলনের আদর্শভিত্তিক ধারাকে শক্তিশালী করার আহ্বান জানাই।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
৩ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
৪ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
৬ ঘণ্টা আগে