নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার টিকা নেওয়ার জন্য মোবাইল ফোনে খুদেবার্তা (এসএমএস) পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে টিকা দেওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৯ জুলাই। তবে নির্ধারিত তারিখে তিনি টিকা নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৮ জুলাই খালেদা জিয়ার টিকার জন্য নিবন্ধন করা হয়। ফিরতি এসএমএস এসেছে। এখন যেকোনো দিন তাঁকে করোনার টিকা দেওয়া হবে।
খালেদা জিয়া হাসপাতালে না গিয়ে বাসায় করোনার টিকা নিতে চান। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাতে সায় দিয়েছেন চিকিৎসকেরাও। কিন্তু বাসায় টিকা নেওয়ার বিষয়টা নির্ভর করছে সরকারের ওপর। যে কারণে কবে ও কোথায় টিকা নেবেন খালেদা জিয়া, সেটা এখনো ঠিক হয়নি।
খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত সপ্তাহেই ফিরতি এসএমএস এসেছে টিকা নেওয়ার বিষয়ে। সেখানে ১৯ জুলাই টিকা নেওয়ার কথা বলা আছে। একই সঙ্গে পছন্দের টিকা গ্রহণ কেন্দ্রের নাম রয়েছে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।
করোনা ও নানাবিধ জটিলতার চিকিৎসা নিয়ে গত ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তাঁকে একবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
করোনার টিকা নেওয়ার জন্য মোবাইল ফোনে খুদেবার্তা (এসএমএস) পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে টিকা দেওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৯ জুলাই। তবে নির্ধারিত তারিখে তিনি টিকা নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ৮ জুলাই খালেদা জিয়ার টিকার জন্য নিবন্ধন করা হয়। ফিরতি এসএমএস এসেছে। এখন যেকোনো দিন তাঁকে করোনার টিকা দেওয়া হবে।
খালেদা জিয়া হাসপাতালে না গিয়ে বাসায় করোনার টিকা নিতে চান। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাতে সায় দিয়েছেন চিকিৎসকেরাও। কিন্তু বাসায় টিকা নেওয়ার বিষয়টা নির্ভর করছে সরকারের ওপর। যে কারণে কবে ও কোথায় টিকা নেবেন খালেদা জিয়া, সেটা এখনো ঠিক হয়নি।
খালেদা জিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত সপ্তাহেই ফিরতি এসএমএস এসেছে টিকা নেওয়ার বিষয়ে। সেখানে ১৯ জুলাই টিকা নেওয়ার কথা বলা আছে। একই সঙ্গে পছন্দের টিকা গ্রহণ কেন্দ্রের নাম রয়েছে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।
করোনা ও নানাবিধ জটিলতার চিকিৎসা নিয়ে গত ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তাঁকে একবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন কর্মসূচি হিসেবে ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ পালন করা হবে।
১ ঘণ্টা আগেবাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথে দেশি-বিদেশি শক্তি বাধা সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, সেই ষড়যন্ত্র যে হচ্ছে, সেটি দৃশ্যমান।
২ ঘণ্টা আগেঅভিন্ন কয়েকটি দাবি নিয়ে ইসলামি দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আরও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ।
৩ ঘণ্টা আগেখাগড়াছড়িতে অস্থিরতার ঘটনাকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বহুদিনের চলমান ভূরাজনৈতিক কূটচালের অংশ বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটিই বলেছেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
১৪ ঘণ্টা আগে