Ajker Patrika

পুলিশ শিক্ষার্থীবান্ধব, হারুনের কাজ লজ্জাজনক: ছাত্রলীগের ইনান

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৫৫
পুলিশ শিক্ষার্থীবান্ধব, হারুনের কাজ লজ্জাজনক: ছাত্রলীগের ইনান

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধরকে দুঃখজনক ও খুবই লজ্জাজনক বিষয় বলে মন্তব্য করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বাংলাদেশ পুলিশ শিক্ষার্থীবান্ধব, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে। সে ক্ষেত্রে পুলিশের বিচ্ছিন্ন কর্মকর্তার কাজ পুলিশের জন্য লজ্জাজনক। 

আজ রোববার শেখ ওয়ালী আসিফ ইনান এসব কথা বলেন। গতকাল শনিবার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার হারুন অর রশিদ বেড়ধক পেটান। এ ঘটনায় কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি দেখলে কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।  

তবে আইনি প্রক্রিয়ায় সঠিকভাবে তাঁর বিচার হচ্ছে বা কাজ হচ্ছে তাহলে কিছু করা ঠিক নয়—বলেও মন্তব্য করেন ইনান।

শেখ ইনান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের কাছে ঘটনার বিবরণ শুনে তাৎক্ষণিক এডিসি হারুনকে স্ট্যান্ড রিলিজ দিয়েছেন। পুলিশ বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। পুলিশ কমিশনার জানিয়েছেন, তাঁরা বিভাগীয় তদন্ত শুরু করেছেন। আইনানুগ বিষয় কতটুকু করা যায় তা আমরা খতিয়ে দেখছি।’ 

শেখ ইনান বলেন, ‘দুঃখজনক ও খুবই লজ্জাজনক বিষয়। বাংলাদেশ পুলিশ শিক্ষার্থীবান্ধব, সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে কাজ করে। সে ক্ষেত্রে পুলিশের বিচ্ছিন্ন কর্মকর্তার কাজ পুলিশের জন্য লজ্জাজনক। আমি গতকাল রাতে গিয়ে দেখি, নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ, কর্মকর্তা শাহেনশাহ মাহমুদ ও সালমান আন্তরিকভাবে তাকে হাসপাতালে পাঠিয়েছেন। আমি মুনীমের থেকে ঘটনার বিবরণ শুনে তাৎক্ষনিকভাবে বিচারের দাবি জানিয়েছি। আমরা বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন না হয় সে বিষয়টি খেয়াল রেখেছে, নেতা-কর্মীদের শান্ত থাকতে বলেছি।’ 

সবারই রক্তক্ষরণ হয়েছে, সেই রাগ-ক্ষোভ থেকে শিক্ষার্থীরা আন্দোলন ও প্রতিবাদ করছে বলে উল্লেখ করেন ইনান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত