নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের সঙ্গে দেনদরবার করতে গেছেন।’ এ সময় তিনি অবৈধ সরকারের পতনের লালবাতি জ্বলে গেছে বলে মন্তব্য করেন।
আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আসলে আপনি (প্রধানমন্ত্রী) আবার দিনের ভোট রাতে করার নিশ্চয়তা চান। কারণ, আপনি জানেন, জনগণ আপনাকে ভোট দেবে না। শুধু ক্ষমতার স্বার্থে দেশ বিকিয়ে দিলে জনগণ আপনাকে ক্ষমা করবে না।’
রিজভী বলেন, ‘সরকার মনে করছে, নেতা-কর্মীদের গ্রেপ্তার করে তাদের শেষরক্ষা হবে। কিন্তু এবার আর তা হবে না। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সকল লালবাতি জ্বলে গেছে।’
রিজভী আরও বলেন, দেশকে জাতীয়ভাবে পঙ্গু করার জন্য, বিরোধী দল শূন্য করার জন্য চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলে ডিজিটাল আইনসহ বিভিন্ন কালাকানুন করে বাক্স্বাধীনতাকে আটক করে রেখেছেন। আজকে ফেসবুকে কেউ সত্য লিখলে, শেয়ার করলে শুধু তাঁকেই নয়, মা-বাবাসহ পরিবার-পরিজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জামিন হয় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের সঙ্গে দেনদরবার করতে গেছেন।’ এ সময় তিনি অবৈধ সরকারের পতনের লালবাতি জ্বলে গেছে বলে মন্তব্য করেন।
আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আসলে আপনি (প্রধানমন্ত্রী) আবার দিনের ভোট রাতে করার নিশ্চয়তা চান। কারণ, আপনি জানেন, জনগণ আপনাকে ভোট দেবে না। শুধু ক্ষমতার স্বার্থে দেশ বিকিয়ে দিলে জনগণ আপনাকে ক্ষমা করবে না।’
রিজভী বলেন, ‘সরকার মনে করছে, নেতা-কর্মীদের গ্রেপ্তার করে তাদের শেষরক্ষা হবে। কিন্তু এবার আর তা হবে না। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের সকল লালবাতি জ্বলে গেছে।’
রিজভী আরও বলেন, দেশকে জাতীয়ভাবে পঙ্গু করার জন্য, বিরোধী দল শূন্য করার জন্য চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী মুখে গণতন্ত্রের কথা বলে ডিজিটাল আইনসহ বিভিন্ন কালাকানুন করে বাক্স্বাধীনতাকে আটক করে রেখেছেন। আজকে ফেসবুকে কেউ সত্য লিখলে, শেয়ার করলে শুধু তাঁকেই নয়, মা-বাবাসহ পরিবার-পরিজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জামিন হয় না।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
১৩ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
১৬ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
১৬ ঘণ্টা আগে