Ajker Patrika

রাজাকারের সন্তানদেরও সমান অধিকার পাওয়া উচিত: বঙ্গবীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৭: ১২
রাজাকারের সন্তানদেরও সমান অধিকার পাওয়া উচিত: বঙ্গবীর

রাজাকারের সন্তানেরাসহ দেশের সবারই সমান অধিকার পাওয়া উচিত বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের সন্তানেরা বাংলাদেশে চাকরি পাবে না। আমি তাঁর সঙ্গে একমত না। আমরা যে দেশকে সৃষ্টি করেছি, সেই দেশের সন্তানেরা সমঅধিকার পাবে।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘রাজাকারের বিচার হবে, তবে বঙ্গবন্ধু যে রাজাকারদের মাফ করে দিয়েছিলেন তারা মাফের মধ্যে থাকবে। তাঁদের সামান্যতম উত্ত্যক্ত করা যাবে না। তারা যদি আমাদের হত্যাও করে, তবুও না।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময়’ (১৯৭২-৭৫, চার খণ্ড) বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বঙ্গবীর এসব কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না তেমনি আমার বোন শেখ হাসিনার কাছেও কিছু প্রত্যাশা করি না। কিন্তু তাঁরা যখন ভুল করেন, অন্যায় করেন তাঁদের দ্বারা যখন কোনো ভুল সংঘটিত হয় তখন আমি আহত হই। তখন আমি ব্যথিত হই।’

বঙ্গবীর আক্ষেপ করে বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে বড় করতে পারি নাই। আমরা তাঁর অযোগ্য সন্তানেরা তাঁকে নষ্ট করেছি। ধীরে ধীরে বঙ্গবন্ধু নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি এতটা নিষ্ক্রিয় কখনই ছিলেন না। আমাদের উচিত ছিল তাঁকে রাজনৈতিক গণ্ডির বাইরে এনে জাতীয় গণ্ডির মধ্যে রেখে জাতীয় ভাবে প্রতিটি মানুষের হৃদয়ে স্থাপন করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক নেতা ছিলেন, তাঁকে আরও প্রতিষ্ঠিত করা উচিত ছিল। কিন্তু আমরা তা পারি নাই।’

অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনাপ্রধান এম হারুন-উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোহসীন হোসেন পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত