Ajker Patrika

খেলা শুরু হয়ে গেছে, ফয়সালা রাজপথে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৩ আগস্ট ২০২২, ২২: ১৭
খেলা শুরু হয়ে গেছে, ফয়সালা রাজপথে: এ্যানি

সবাইকে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘খেলা শুরু হয়ে গেছে, তাই আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা সত্য কথা বলা শুরু করেছে। ফয়সালা হবে রাজপথে। বিএনপির আন্দোলন চলবে, হাসিনা সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না। হামলা হলে পাল্টা হামলা! আর ছাড় নয়, এখন শুরু হবে প্রতিরোধ! পুরোপুরি আন্দোলনের প্রস্তুতি নিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে তাঁর বাসভবনের সামনে লক্ষ্মীপুর সদর থানা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘সারা দেশে আন্দোলন চলবে। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। যতই বাধা আসুক, হামলা করুক, বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না।’

লক্ষ্মীপুর সদর থানা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি‘আওয়ামী লীগের নেতারা বেগম পাড়ায় টাকা পাচার করে দেশের ব্যাংক রিজার্ভ শূন্য করে ফেলছে। আওয়ামী লীগের নেতারা পাসপোর্ট, বিদেশের ভিসা ও টিকিট কিনে রেখেছে। যেকোনো সময় দেশ থেকে পালিয়ে যাবে।’ সেই সঙ্গে নেতা-কর্মীদের পতাকা মিছিলের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

লক্ষ্মীপুর সদর থানা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন—সদর থানা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খোকন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্যসচিব আব্দুল আলীম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ হারুনুর রশিদ হারুন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা, উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত