Ajker Patrika

মাহমুদুর রহমানের প্রতি অবিচার করা হয়েছে: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২৯
মাহমুদুর রহমানের প্রতি অবিচার করা হয়েছে: মির্জা ফখরুল 

তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে মাহমুদুর রহমানের প্রতি অবিচার করা হয়েছে। তাঁর জামিন পাওয়া উচিত ছিল।’ 

মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে জামিন দিয়ে গণতন্ত্রের স্বপক্ষের একজন সাংবাদিকের প্রতি সুবিচার নিশ্চিত করবেন।’ 

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘মাহদুদুর রহমান দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। গণতন্ত্র, বহুমতের সহাবস্থান ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী মানুষ। আওয়ামী কর্তৃত্ববাদের আগ্রাসী আক্রমণের মুখেও তাঁর মাথা নোয়ানো যায়নি।’ 

তিনি বলেন, ‘মাহমুদুর রহমান পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে তাঁকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে। ফ্যাসিবাদের হিংস্র আক্রমণে তাঁকে দমাতে না পেরে তাঁর জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। গণতন্ত্রের পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনীর জন্যই শেখ হাসিনা তাঁকে ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তাঁর বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বহু মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরসহ ফরমায়েশি সাজা দিয়ে অকথ্য জুলুম–নিপীড়ন চালিয়েছে। তবু তিনি আওয়ামী সরকারের রক্তচক্ষুর ভয়ে ভীত না হয়ে নিজ নীতি ও আদর্শে অটল থেকেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত