নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি আসেন। তবে তাঁকে গেটের বাইরেই পড়তে হয় জনতার তোপের মুখে। মাহি বি চৌধুরীকে উদ্দেশ্য করে ভুয়া-ভুয়া স্লোগান দেওয়া হয়।
রাত সাড়ে ৮টার দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের বাইরের গেটে আসেন তিনি। মাহি বি চৌধুরীকে দেখেই ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তাঁরা গাড়ির সামনে দাঁড়িয়ে ‘ভুয়া ভুয়া’, ‘দালাল দালাল’ স্লোগান দিতে থাকেন। প্রায় ১০ মিনিট এমন অবস্থা চলতে থাকলে ফিরে যান মাহি বি চৌধুরী।
মাহী বি চৌধুরী একসময় বিএনপির সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হন। এরপর দ্বাদশ নির্বাচনেও তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মনোনয়ন বাতিল হয়।
নোবেলজয়ী বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। প্রধান উপদেষ্টাসহ ১৪ জন বঙ্গভবনের দরবার হলে শপথ নেন।
মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। আরও ৩ জন উপদেষ্টা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি। এর আগে রাষ্ট্রপতি ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাঁদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন, আ ফ ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ শপথ নিয়েছেন।
এছাড়া বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুক–ই–আজম, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা ও বিশিষ্ট মনোরোগ চিকিৎসক বিধান রঞ্জন রায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি।
শপথ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি, সিপিবি, কৃষক-শ্রমিক জনতা লীগসহ রাজনৈতিক দলের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি; ছিল না আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাও। তবে বিএনপিপন্থী পেশাজীবী নেতারা ছিলেন। সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিক ও বিদায়ী সরকারের সচিবেরাও উপস্থিত ছিলেন।
তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী। বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি আসেন। তবে তাঁকে গেটের বাইরেই পড়তে হয় জনতার তোপের মুখে। মাহি বি চৌধুরীকে উদ্দেশ্য করে ভুয়া-ভুয়া স্লোগান দেওয়া হয়।
রাত সাড়ে ৮টার দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের বাইরের গেটে আসেন তিনি। মাহি বি চৌধুরীকে দেখেই ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তাঁরা গাড়ির সামনে দাঁড়িয়ে ‘ভুয়া ভুয়া’, ‘দালাল দালাল’ স্লোগান দিতে থাকেন। প্রায় ১০ মিনিট এমন অবস্থা চলতে থাকলে ফিরে যান মাহি বি চৌধুরী।
মাহী বি চৌধুরী একসময় বিএনপির সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হন। এরপর দ্বাদশ নির্বাচনেও তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মনোনয়ন বাতিল হয়।
নোবেলজয়ী বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। প্রধান উপদেষ্টাসহ ১৪ জন বঙ্গভবনের দরবার হলে শপথ নেন।
মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়ান। আরও ৩ জন উপদেষ্টা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি। এর আগে রাষ্ট্রপতি ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাঁদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন, আ ফ ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ শপথ নিয়েছেন।
এছাড়া বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফারুক–ই–আজম, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা ও বিশিষ্ট মনোরোগ চিকিৎসক বিধান রঞ্জন রায় উপস্থিত না থাকায় শপথ নিতে পারেননি।
শপথ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি, সিপিবি, কৃষক-শ্রমিক জনতা লীগসহ রাজনৈতিক দলের নেতারা শপথ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি; ছিল না আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাও। তবে বিএনপিপন্থী পেশাজীবী নেতারা ছিলেন। সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিক ও বিদায়ী সরকারের সচিবেরাও উপস্থিত ছিলেন।
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৩ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২১ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
২১ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১ দিন আগে