নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে, তা দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যাতে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে একটা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।
‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ঐক্য।
সালাহউদ্দিন আহমদ বলেন, লন্ডন বৈঠকে কারও দায়মুক্তির বিষয়ে কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের অ্যাডভাইজার রুল অনুসারে। সংবিধান যেহেতু চালু আছে, সাংবিধানিকভাবে এই সরকার চলছে। মন্ত্রী হওয়ার জন্য সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে যে সংসদ সদস্যের যোগ্যতা থাকতে হয়, সেটিও উপদেষ্টামণ্ডলীর মাথায় রাখার কথা জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পরবর্তী সংসদে আপনাদের রেটিফিকেশন (অনুমোদন) লাগবে। এটাও আপনারা মাথায় রাখবেন। অনুমোদন লাগলে এর বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে, সেটিও বিবেচনা করা হবে। সুতরাং, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে, অতি দ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে পারি, সে রকম কার্যক্রম আপনারা নেবেন।’
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার মতো কোনো কার্যকর ভূমিকা রাখেনি। সরকার দীর্ঘ ১০ মাস সময় পেয়েছে। বাজেটে নীতিনির্ধারণী সিদ্ধান্ত রাজনৈতিক দলের দিক থেকে না গিয়ে আমলাতান্ত্রিক দিক থেকে গেছে, যা কখনো জনগণের পক্ষের বাজেট হয় না।
নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বাজেট সংশোধন নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার সংস্কারের কথা বলে অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই। শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। গত ১০ মাসে এই সরকার বিচার ও সংস্কার কিছুই করতে পারেনি। বাকি ৫-৬ মাসে পারবেন?’
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসার হাওলাদার প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে, তা দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন যাতে বলতে পারে, তারা সরকারের কাছ থেকে একটা নির্দেশনামূলক বার্তা পেয়েছে।
‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬’ শীর্ষক এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ঐক্য।
সালাহউদ্দিন আহমদ বলেন, লন্ডন বৈঠকে কারও দায়মুক্তির বিষয়ে কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের অ্যাডভাইজার রুল অনুসারে। সংবিধান যেহেতু চালু আছে, সাংবিধানিকভাবে এই সরকার চলছে। মন্ত্রী হওয়ার জন্য সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে যে সংসদ সদস্যের যোগ্যতা থাকতে হয়, সেটিও উপদেষ্টামণ্ডলীর মাথায় রাখার কথা জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পরবর্তী সংসদে আপনাদের রেটিফিকেশন (অনুমোদন) লাগবে। এটাও আপনারা মাথায় রাখবেন। অনুমোদন লাগলে এর বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে, সেটিও বিবেচনা করা হবে। সুতরাং, গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে, অতি দ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে পারি, সে রকম কার্যক্রম আপনারা নেবেন।’
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার মতো কোনো কার্যকর ভূমিকা রাখেনি। সরকার দীর্ঘ ১০ মাস সময় পেয়েছে। বাজেটে নীতিনির্ধারণী সিদ্ধান্ত রাজনৈতিক দলের দিক থেকে না গিয়ে আমলাতান্ত্রিক দিক থেকে গেছে, যা কখনো জনগণের পক্ষের বাজেট হয় না।
নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বাজেট সংশোধন নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার সংস্কারের কথা বলে অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই। শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। গত ১০ মাসে এই সরকার বিচার ও সংস্কার কিছুই করতে পারেনি। বাকি ৫-৬ মাসে পারবেন?’
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসার হাওলাদার প্রমুখ।
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল।
১৬ ঘণ্টা আগেসংসদে উচ্চকক্ষের মতো নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ
১৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যস
১৭ ঘণ্টা আগেবিএনপির এই নেতা বলেন, ‘আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত। সমাজ, রাষ্ট্র—এমনকি দলকেও প্রতিদিনই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে আমরা একটি জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব।’
১৭ ঘণ্টা আগে