Ajker Patrika

বিএনপির হাতে কখনো গণতন্ত্র নিরাপদ না: নানক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির হাতে কখনো গণতন্ত্র নিরাপদ না: নানক

বিএনপির কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ বুধবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীর মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা নির্বাচন কমিশন গঠনে আইন করে গণতন্ত্রকে উদ্ধার করেছে দাবি করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিলো তাঁরাই দেশের মানুষকে এখন গণতন্ত্র শেখায়। বিএনপির হাতে কখনো গণতন্ত্র নিরাপদ না। এটা দেশের মানুষ ভালো করে জানে। মূলত বিএনপি হলো মাহুত ছাড়া হাতি। তাঁদের জনগণ ভোট দিবে না। যে দলের কোনো নেতা নেই, সে দলের কোনো মাথা নেই। এটাই হলো বিএনপি। আসলে বিএনপির কোন অস্তিত্ব নেই।’ 

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বার্তা পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে একটি সাম্প্রদায়িক দল। এই নির্বাচনে মাধ্যমে জাতির কাছে যে বার্তা গেছে তা তাঁদের ভালো লাগে নাই। এই ভালো না লাগার ঔষধ আমাদের কাছে নাই। তাঁরা বলে, গণতন্ত্র ফিরিয়ে দেবে। যাদের জন্ম হয়েছে সেনা ছাউনিতে তাঁরা কিভাবে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেবে।’ 

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন একটি মডেল নির্বাচন হয়েছে। নারায়ণগঞ্জবাসি এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়েছে।’ এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী দলের নেতৃবৃন্দ ও দেশবাসীর কাছে তাঁকে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। 

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, মির্জা আজম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুরসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত