নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শহর ও গ্রামাঞ্চলে একই সঙ্গে উন্নয়ন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘ঢাকা বা গ্রামে ফকিরকে পান্তা ভাত দিলে খেতে চায় না, উল্টো গ্যাস্ট্রিক আছে—আমি পান্তা ভাত খাইতে পারি না বলে ইংরেজি শুনিয়ে দেয়।’
আজ শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির উদ্যোগে ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক শোকসভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি এ সভা আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, ‘এখন আর পুরোনো কাপড় বিক্রি হয় না, ক্রেতাও মেলে না। আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা এটাও শুনতে পারতাম না।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্নকে একে একে বাস্তবায়ন করছেন তাঁর কন্যা শেখ হাসিনা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে অবিরাম কাজ করছেন তিনি। শেখ হাসিনা অন্ন-বস্ত্র ও সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করেছেন।
বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আপনি হেলিকপ্টার দিয়ে যান বা গাড়ি দিয়ে যান এখন আর কোনো কুঁড়েঘর দেখতে পাবেন না। এখন লাল-সবুজের ঘর চোখে পড়বে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।
আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ও সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
শহর ও গ্রামাঞ্চলে একই সঙ্গে উন্নয়ন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘ঢাকা বা গ্রামে ফকিরকে পান্তা ভাত দিলে খেতে চায় না, উল্টো গ্যাস্ট্রিক আছে—আমি পান্তা ভাত খাইতে পারি না বলে ইংরেজি শুনিয়ে দেয়।’
আজ শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির উদ্যোগে ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক শোকসভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটি এ সভা আয়োজন করে।
মতিয়া চৌধুরী বলেন, ‘এখন আর পুরোনো কাপড় বিক্রি হয় না, ক্রেতাও মেলে না। আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা এটাও শুনতে পারতাম না।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্নকে একে একে বাস্তবায়ন করছেন তাঁর কন্যা শেখ হাসিনা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে অবিরাম কাজ করছেন তিনি। শেখ হাসিনা অন্ন-বস্ত্র ও সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করেছেন।
বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আপনি হেলিকপ্টার দিয়ে যান বা গাড়ি দিয়ে যান এখন আর কোনো কুঁড়েঘর দেখতে পাবেন না। এখন লাল-সবুজের ঘর চোখে পড়বে।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।
আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ও সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
১০ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৬ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
২০ ঘণ্টা আগে