Ajker Patrika

আ.লীগের লোকেরাই আর নৌকায় ভোট দিতে চাইছে না: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ২০: ৪৪
আ.লীগের লোকেরাই আর নৌকায় ভোট দিতে চাইছে না: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদ সদস্য জি এম কাদের বলেছেন, ‘ইউনিয়ন পরিষদের (নির্বাচনের) চিত্র দেখলে বোঝা যাচ্ছে, আওয়ামী লীগের লোকেরাই আর নৌকায় ভোট দিতে চাচ্ছেন না। দীর্ঘদিন যারা আওয়ামী লীগ করে আসছেন, তাঁরা এখন আর আওয়ামী লীগ করতে চাচ্ছেন না।’

আজ রোববার রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে জাপা ঢাকা মহানগর উত্তর আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।

সভায় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিরও সমালোচনা করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, রাজনীতিতে বিএনপির অবস্থা খুবই হতাশাজনক। নেতৃত্ব নিয়েও বিএনপির নেতা-কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। দেশের মানুষও বিএনপির ভবিষ্যৎ নিয়ে হতাশ।

নিজ দলের বিষয়ে জি এম কাদের বলেন, দীর্ঘ ৩১ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি রাজনীতির মাঠে টিকে আছে। জনগণের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি দেশের মানুষের বুকে আস্থা সৃষ্টি করতে পেরেছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির পালাবদলের রাজনীতি দেখতে চায় না। আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ জাতীয় পার্টির লাঙ্গলে ভোট দিতে অপেক্ষা করে আছে।

শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে সভায় জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত