নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৩০ নভেম্বরের মধ্যে মামুনুল হকসহ হেফাজতে ইসলামের সব কারাবন্দী নেতা-কর্মীকে মুক্তি এবং তাঁদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতারা। অন্যথায় ৩০ নভেম্বরের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানিয়েছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মুফতি মুনির হুসাইন কাসেমীসহ হেফাজতের কারাবন্দী সব নেতার মুক্তি, ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নেতা-কর্মীদের নামে দায়ের হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে এ কথা বলেন তাঁরা।
সম্মেলনের ঘোষণাপত্রে সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ‘প্রায় তিন বছর ধরে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে বন্দী আছেন হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, মুফতি ফখরুল ইসলামসহ আরও অনেক আলেম। মিথ্যা ও সাজানো মামলায় এত দীর্ঘ সময় সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার তাঁদের বন্দী করে রেখেছে। আজকের সম্মেলনে কারাবন্দী সব হেফাজত নেতা-কর্মীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছ।’
সাজিদুর রহমান আরও বলেন, ‘২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’
এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শানে রেসালাত সম্মেলন করা হবে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘যদি আলেমদের মুক্তি দেওয়া না হয়, তাহলে গদি কোথায় যাবে জানি না। ওই বড় বড় আলেমদের অভিশাপে তোমার গদি আর থাকবে না। যদি গদি রক্ষা করতে চাও, তাহলে তাড়াতাড়ি আলেমদের মুক্ত করে দাও।’
শাহ মুহিব্বুল্লাহ আরও বলেন, ‘গদি রক্ষা করতে হলে আল্লাহর ওলি-আউলিয়াদের দোয়া লাগে। তাঁদের সহযোগিতা লাগে। প্রধানমন্ত্রী যা কাজ করছেন, তাতে ওলিদের বদদোয়া, অভিশাপে আপনার গদি চলে যাবে।’
অতি সত্তর আলেম-ওলামাদের মুক্তির আহ্বান জানিয়ে হেফাজতের আমির বলেন, ‘তাঁদের প্রতি যদি কেউ দুশমনি রাখে, কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। অস্তিত্ব হারানোর আগে গদি হারাইবার আগে রক্ষার চেষ্টা করুন। গদির জন্য পাবলিকের সহায়তা লাগবে না? আল্লাহর সহায়তা লাগবে না?’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির খালিদ আহমেদ কাসেমী, সহকারী মহাসচিব মুফতি মাসউদুল করিম, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমাদ প্রমুখ।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে মামুনুল হকসহ হেফাজতে ইসলামের সব কারাবন্দী নেতা-কর্মীকে মুক্তি এবং তাঁদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির নেতারা। অন্যথায় ৩০ নভেম্বরের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানিয়েছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মাওলানা মুহাম্মদ মামুনুল হক ও মুফতি মুনির হুসাইন কাসেমীসহ হেফাজতের কারাবন্দী সব নেতার মুক্তি, ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নেতা-কর্মীদের নামে দায়ের হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১৩ দফা বাস্তবায়নের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে এ কথা বলেন তাঁরা।
সম্মেলনের ঘোষণাপত্রে সংগঠনের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ‘প্রায় তিন বছর ধরে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে বন্দী আছেন হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, মুফতি ফখরুল ইসলামসহ আরও অনেক আলেম। মিথ্যা ও সাজানো মামলায় এত দীর্ঘ সময় সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার তাঁদের বন্দী করে রেখেছে। আজকের সম্মেলনে কারাবন্দী সব হেফাজত নেতা-কর্মীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছ।’
সাজিদুর রহমান আরও বলেন, ‘২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’
এ ছাড়া আগামী তিন মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শানে রেসালাত সম্মেলন করা হবে বলে জানান তিনি।
সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘যদি আলেমদের মুক্তি দেওয়া না হয়, তাহলে গদি কোথায় যাবে জানি না। ওই বড় বড় আলেমদের অভিশাপে তোমার গদি আর থাকবে না। যদি গদি রক্ষা করতে চাও, তাহলে তাড়াতাড়ি আলেমদের মুক্ত করে দাও।’
শাহ মুহিব্বুল্লাহ আরও বলেন, ‘গদি রক্ষা করতে হলে আল্লাহর ওলি-আউলিয়াদের দোয়া লাগে। তাঁদের সহযোগিতা লাগে। প্রধানমন্ত্রী যা কাজ করছেন, তাতে ওলিদের বদদোয়া, অভিশাপে আপনার গদি চলে যাবে।’
অতি সত্তর আলেম-ওলামাদের মুক্তির আহ্বান জানিয়ে হেফাজতের আমির বলেন, ‘তাঁদের প্রতি যদি কেউ দুশমনি রাখে, কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। অস্তিত্ব হারানোর আগে গদি হারাইবার আগে রক্ষার চেষ্টা করুন। গদির জন্য পাবলিকের সহায়তা লাগবে না? আল্লাহর সহায়তা লাগবে না?’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির খালিদ আহমেদ কাসেমী, সহকারী মহাসচিব মুফতি মাসউদুল করিম, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমাদ প্রমুখ।
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৪ মিনিট আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৮ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১৮ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
২০ ঘণ্টা আগে