Ajker Patrika

ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২০: ৪৫
ছাত্রলীগের ৩০তম সম্মেলন ৩ ডিসেম্বর

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পাশাপাশি যুব মহিলা লীগের সম্মেলন ৯ ডিসেম্বর এবং মহিলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। 

বিএম মোজাম্মেলন হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের ৩০তম সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পাশাপাশি যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর এবং মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর।’

তিন সংগঠনের সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। 

সম্প্রতি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপতিম সংগঠনগুলোর সম্মেলনের ব্যাপারে নির্দেশনা দেন। এরপরই দলটিতে সম্মেলন নিয়ে তোড়জোড় শুরু হয়। 

গত রোববার (৩০ অক্টোবর) আওয়ামী লীগের সম্মেলনের আগেই ছাত্রলীগের সম্মেলন হওয়ার তথ্য জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

২০১৮ সালে ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে নানা অভিযোগে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়।

২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মাহমুদা বেগম কৃক।

২০০৪ সালের ৫ মার্চ অনুষ্ঠিত ‍যুব মহিলা লীগের প্রথম সম্মেলনে সভাপতি হন নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক হন অপু উকিল। ২০১৭ সালের ১৭ মার্চ সংগঠনের দ্বিতীয় সম্মেলনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত