Ajker Patrika

অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির উদ্যোগে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশ-বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা
বিএনপির উদ্যোগে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশ-বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ঐকমত্যের ভিত্তিতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে, সেই ঐকমত্য আমাদের ধরে রাখতে হবে। বর্তমান সরকারকে বলব, যে কারণে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জনগণ তা চায় না। জনগণ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা, আত্মমর্যাদা, দেশ-বিদেশের সম্পদ রক্ষা ও আগামী নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডাক্তার জাহিদ বলেন, ‘আমাদের প্রায় ১০ মিলিয়ন বা এক কোটি প্রবাসী বিদেশে থাকার কারণে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। বিগত ১৭ বছর এ দেশের জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। বর্তমানে ড. ইউনূসের নেতৃত্বে যে সংস্কার চলছে, তাতে আশা করব জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

ডাক্তার জাহিদ বলেন, ‘বিগত সরকারের আমলে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী গুম ও খুনের শিকার হয়েছে, অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছে, যার মাধ্যমে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি।’ তিনি আরও বলেন, ‘আজকে যে রেমিট্যান্স যোদ্ধারা আছে, তার জন্য প্রথম উদ্যোগ নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গার্মেন্টস সেক্টর আজ অর্থনীতিতে অবদান রাখছে, তা-ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্যই হয়েছিল। এ জন্য তাঁকে আজীবন স্মরণ করা দরকার মুক্তিযুদ্ধের পাশাপাশি।’

জাহিদ বলেন, আজকে আওয়ামী লীগকে মানুষ চায় না, তারা তাদের কাজের অপকর্মের ফল পাচ্ছে। এই আওয়ামী লীগের জনগণের জন্য কোনো দায়বদ্ধতা ছিল না বলে বিগত আমলে কোনো ভোট হয়নি। আওয়ামী লীগ যে কাজ করেছে, তার প্রায়শ্চিত্ত অবশ্যই তাদের করতে হবে।

প্রবাসী পরিবার-২৪-এর সমন্বয়ক জাহাঙ্গীর আলম মিন্টুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এম জাকারিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত