Ajker Patrika

সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, যেকোনো সময় ছোবল মারতে পারে: কাদের

ঢাবি প্রতিনিধি
সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, যেকোনো সময় ছোবল মারতে পারে: কাদের

সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, যেকোনো সময় এ সাপ ছোবল মারতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, দেশি বিদেশি চক্রের সহযোগিতায় একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরের হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। সেই শক্তি বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছরে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে। এদের ডালপালা এখন অনেক দূর চলে গেছে। মাঝে মাঝে মনে হয় এ শক্তি নিষ্ক্রিয়। আসলে তলে তলে এরা সক্রিয়। এ সাম্প্রদায়িক শক্তি বিষধর সাপ, সুযোগ পেলেই ছোবল মারে। এবারের দুর্গাপূজাতে সেই দৃশ্য দেখেছি। 

সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ১২ বছরে দেশের ৩০-৩৫ হাজার পূজামণ্ডপের কোথাও কোন ধরনের হামলা হয়নি। এবারের নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি। 

অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনীর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হালিম। 

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত