Ajker Patrika

প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৫: ১২
আজ রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
আজ রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কার্যালয়ে এটাই তাঁর প্রথম আসা।

আজ রোববার বেলা ১টা ৪২ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে এই অফিসে আসেন।

কার্যালয়ে পৌঁছালে তাঁকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভী ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তাসহ বগুড়া জেলার নেতারা উপস্থিত ছিলেন।

তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কার্যালয়ের দোতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন তারেক রহমান। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে।

লন্ডন থেকে ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের জামিন নিয়ে সপরিবার লন্ডনে যান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ