Ajker Patrika

বাংলাদেশ আজ অসুস্থ: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ আজ অসুস্থ: নজরুল ইসলাম খান

বাংলাদেশ আজ দারুণভাবে ‘অসুস্থ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখার আয়োজনে আজ মঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম খান। 

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশকে বসবাসের অযোগ্য করে তোলা হয়েছে। অত্যাচার-নির্যাতন ও নিপীড়ন করে দেশকে মৃতপ্রায় করে ফেলা হয়েছে। অথচ আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছিলাম, এমন দেশের জন্য নয়। এমন রাষ্ট্র আমরা চাইনি।’ 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আজ সরকার কথায় কথায় উন্নয়নের কথা বলে। কিন্তু করোনা মহামারির মধ্যে নতুন ১২ হাজার লোক কোটিপতি হয়েছে। প্রকৃতপক্ষে তাদের উন্নয়ন হয়েছে। অন্যদিকে দেশের সাড়ে তিন কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছে। তাদের তো কোনো উন্নয়ন হয়নি।’ 

বিএসএমএমইউ ড্যাবের সভাপতি এরফানুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরহাদের পরিচালনায় ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারসহ আরও অনেকে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত