ময়মনসিংহ প্রতিনিধি
আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার ময়মনসিংহ মহানগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছেন। তাঁদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমজুর। তাঁদের জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছি। এখানে অবকাঠামোগত উন্নয়ন নেই, ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে, বিগত সরকার শুধু মানুষের ক্ষতি করেনি, নদকেও ধ্বংস করেছে।
তিনি বলেন, ‘আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি, ময়মনসিংহবাসীকে সঙ্গে নিয়ে সেই বাংলাদেশ গড়ার চেষ্টা করব। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করব। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।’
নেতা–কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন।
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যারা তেলবাজি ও সেলফিবাজি করছেন, তাঁদের দরকার নেই। আগে ঘর ঠিক করতে হবে।’
হাসনাত বলেন, ‘প্রত্যেক ইউনিয়নে গিয়ে মানুষের কাছে এনসিপির প্রয়োজনীয়তা বোঝাতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে আমাদের লাভ নেই। ঐক্যবদ্ধভাবে সবকিছু মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।’
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ময়মনসিংহে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। প্রশাসনের লোকজন আহত ও শহীদ পরিবারের কোনো কথা শুনছেন না। তাঁরা চাঁদাবাজ ও তেলবাজদের নিয়ে ব্যস্ত।’
তিনি বলেন, ‘কোনো আহত ভাইকে যদি আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আপনার চেয়ার থাকবে না। মনে রাখবেন, আপনারা শহীদের রক্তের ওপরে বসে আছেন। আমি শিক্ষার্থীদের বলব, যারা শহীদ ও আহত পরিবারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’
পথযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রবিন প্রমুখ।
উপস্থিত ছিলেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এ টি এম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, সদস্য ফুয়াদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এর আগে ময়মনসিংহ পৌঁছে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নগরীর শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা বের করেন নেতা–কর্মীরা।
এনসিপির কর্মসূচিকে ঘিরে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের।
আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ের কথা পুনর্ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার ময়মনসিংহ মহানগরীর টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছেন। তাঁদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমজুর। তাঁদের জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছি। এখানে অবকাঠামোগত উন্নয়ন নেই, ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হয়েছে, বিগত সরকার শুধু মানুষের ক্ষতি করেনি, নদকেও ধ্বংস করেছে।
তিনি বলেন, ‘আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি, ময়মনসিংহবাসীকে সঙ্গে নিয়ে সেই বাংলাদেশ গড়ার চেষ্টা করব। ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করব। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।’
নেতা–কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন।
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয়, এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যারা তেলবাজি ও সেলফিবাজি করছেন, তাঁদের দরকার নেই। আগে ঘর ঠিক করতে হবে।’
হাসনাত বলেন, ‘প্রত্যেক ইউনিয়নে গিয়ে মানুষের কাছে এনসিপির প্রয়োজনীয়তা বোঝাতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে আমাদের লাভ নেই। ঐক্যবদ্ধভাবে সবকিছু মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।’
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ময়মনসিংহে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। প্রশাসনের লোকজন আহত ও শহীদ পরিবারের কোনো কথা শুনছেন না। তাঁরা চাঁদাবাজ ও তেলবাজদের নিয়ে ব্যস্ত।’
তিনি বলেন, ‘কোনো আহত ভাইকে যদি আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আপনার চেয়ার থাকবে না। মনে রাখবেন, আপনারা শহীদের রক্তের ওপরে বসে আছেন। আমি শিক্ষার্থীদের বলব, যারা শহীদ ও আহত পরিবারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’
পথযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রবিন প্রমুখ।
উপস্থিত ছিলেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এ টি এম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল, সদস্য ফুয়াদ খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এর আগে ময়মনসিংহ পৌঁছে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নগরীর শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা বের করেন নেতা–কর্মীরা।
এনসিপির কর্মসূচিকে ঘিরে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, যারা বলেন ‘পিআর খায় না মাথায় দেয়’ তারা পুরোনো বন্দোবস্তকে জারি রাখতে চায়। যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতি করতে চায়, তারাই পিআরের বিরোধিতা করে। কিন্তু দেশের মানুষ পুরোনো ব্যবস্থার পরিবর্তন চায়...
১০ মিনিট আগেজুলাই সনদ বাস্তবায়নের ইস্যু নিয়ে বিএনপি আলোচনার টেবিলে সমাধানের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিষয়টি সমাধানে আলোচনা চলছে, সেই আলোচনার টেবিলেই এটি সমাধান হলে অসাংবিধানিক প্রক্রিয়াকে বন্ধ করা যাবে।
৩০ মিনিট আগেজুলাই সনদ সংবিধান আদেশে কার্যকর ও জাতীয় নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার প্রস্তাব দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের নিয়োজিত আইন বিশেষজ্ঞরা। এই প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হলেই ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিক
১ ঘণ্টা আগেজুলাই সনদ কার্যকরের জন্য সংবিধান আদেশ জারি এবং এর বৈধতার জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে আইন বিশেষজ্ঞরা যে মতামত তা উপযুক্ততা নিয়ে সন্দিহান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণপরিষদের প্রস্তাবেই এখনো অনড় রয়েছে দলটি।
১ ঘণ্টা আগে