Ajker Patrika

ঢাকায় গণসমাবেশের অনুমতি পেতে ডিএমপি কার্যালয়ে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৪: ২১
ঢাকায় গণসমাবেশের অনুমতি পেতে ডিএমপি কার্যালয়ে বিএনপি

বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি। সমাবেশস্থলের অনুমতির জন্য নবনিযুক্ত ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করতে ডিএমপি কার্যালয়ে গেছেন বিএনপির নেতারা।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির নেতারা মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসেন।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনারের কার্যালয়ে গেছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

জানা গেছে, সমাবেশের অনুমতিসহ বেশ কিছু বিষয় নিয়ে বিএনপির নেতারা ডিএমপি পুলিশপ্রধানের সঙ্গে আলোচনা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত