Ajker Patrika

খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১১: ৫১
খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের সমাবেশ চলছে

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসা করানোর দাবিতে যুবদলের ডাকা সমাবেশ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। 

রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে যোগ দিয়েছেন। এ সময় তাঁরা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। বিএনপির সমাবেশ ঘিরে এই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। 

সকালে সাড়ে ১০টা থেকে সমাবেশ শুরু করেছে যুবদলসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হবেন বলে জানা গেছে। 

গত ২০ নভেম্বর সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগের দাবিতে গণ-অনশন করে বিএনপি। এরপর ২২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবসহ সারা দেশে সমাবেশ করে দলটি। 

গতকাল বুধবার এক যৌথ সভা শেষে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন বিএনপিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত