Ajker Patrika

ভারত যাওয়ার পথে বিএনপি নেতা হাফিজকে বিমানবন্দর থেকে ফেরত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ২০: ৩০
ভারত যাওয়ার পথে বিএনপি নেতা হাফিজকে বিমানবন্দর থেকে ফেরত

চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাফিজ উদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। 

আজ বিকেলে গণমাধ্যমে এ অভিযোগের কথা জানান তিনি। আগামীকাল বুধবার ভারতের ফোর্টিস হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল তাঁর। 

হাফিজ উদ্দিন আহমদ জানান, দিল্লির একটি হাসপাতালে আগামীকাল বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তিনি আজ দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে গেলে তাঁর মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাঁকে অপেক্ষা করতে বলে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। 

পরে তিনি নিজ বাসায় ফিরে যান। বিএনপির এই নেতা বলেন, ‘আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। চিকিৎসার জন্য আমার দিল্লিতে যাওয়া দরকার। কিন্তু সরকার আমাকে যেতে দেয়নি। আমি মর্মাহত। এটি খুবই দুঃখজনক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত