Ajker Patrika

সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে আন্দোলনে নামছে বাম গণতান্ত্রিক জোট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে আন্দোলনে নামছে বাম গণতান্ত্রিক জোট 

নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোসহ ১০ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। 

আজ মঙ্গলবার পুরানা পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। 

এসব দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স জানান, এসব দাবি আদায়ে অক্টোবর-নভেম্বর দুই মাসব্যাপী বিভিন্ন শ্রেণিপেশার সংগঠন ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং আগামী ২২ অক্টোবর শনিবার ঢাকাসহ দেশব্যাপী গণ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

রুহিন হোসেন প্রিন্স আরও জানান, নভেম্বর মাস জুড়ে বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলায় জনসভা-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বর্তমান দুঃশাসন হটিয়ে ব্যবস্থা বদল এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশ আজ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। সরকার উন্নয়নের ঢাক-ঢোল পেটালেও দেশের মানুষের বেঁচে থাকা আজ দুরূহ হয়ে পড়েছে। সাধারণ মানুষের আয় বাড়ে নাই কিন্তু চাল-ডাল-তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। আর্থিক সংকটের কারণে দেশের প্রায় ৭৩ ভাগ মানুষ খাদ্য গ্রহণ কমিয়েছে। বাড়িভাড়া, গাড়িভাড়া, শিক্ষা-চিকিৎসা ব্যয় লাগামহীনভাবে বেড়েই চলেছে। 

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, সম্প্রতি সরকার ডিজেল পেট্রলসহ জ্বালানির মূল্য প্রায় ৫১ শতাংশ বাড়িয়ে পরে লিটারে ৫ টাকা কমিয়ে জনগণের সঙ্গে তামাশা করছে। বিদ্যুৎ নিয়ে শাসকদের উন্নয়নের গল্প দেশবাসীর গলার কাটায় পরিণত হয়েছে। এখন আবার বিদ্যুৎ পানির দাম বাড়ানোর পাঁয়তারাও করছে সরকার। জনগণের মতামতের তোয়াক্কা না করে ভোট ডাকাতি করে গায়ের জোরে ক্ষমতায় থাকা সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার আজ নির্বাসিত। 

দলীয় সরকারের অধীনে ভোটের প্রতি জনগণের বিন্দুমাত্র আস্থা নাই জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। কিন্তু ক্ষমতায় থেকেই ভিন্ন কায়দায় মেশিনে ভোট চুরির মাধ্যমে পুনরায় ক্ষমতায় যাওয়ার ফন্দি করছে সরকার। সরকারের ইচ্ছায় ১৫০ আসনে ইভিএম এ নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করেছে কমিশন। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত