অনলাইন ডেস্ক
কুমিল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি আর না ঘটে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। আমরা আর গুম হতে দিতে চাই না।’
আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে উত্তরা পূর্ব থানা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
যুবদল নেতার হত্যাকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই। আমরা বাংলাদেশে আইনের শাসন দেখতে চাই। আমরা ন্যায়বিচার দেখতে চাই। আমরা আর মানুষের ওপর অত্যাচার-নির্যাতন দেখতে চাই না।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আপনাদের কাছে যেটা চাই—সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই এ দেশে হবে। সেই নির্বাচনটি হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমি চাইব, অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে।’
দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে ভোটের সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকারকে বলব—যত দ্রুত সম্ভব, ন্যূনতম সংস্কার করে ভোটের আয়োজন করেন। জনগণ যাতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।’
এ সময় নির্বাচনকে সামনে রেখে দখলবাজি থেকে দুরে থেকে মানুষের ভালোবাসা অর্জনে নেতা-কর্মীদের আহ্বান জানান ফখরুল। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দখলবাজির মতো কাজ যারা করে, তারা দলের শত্রু, দেশের শত্রু। বিএনপির কোনো নেতা-কর্মী যেন এ রকম কোনো কাজে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে জনগণের ভালোবাসা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাব।’
ছাত্রদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েও অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব। এ বিষয়ে দলের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নতুন দল গঠনের উদ্যোগে বিএনপি আনন্দিত এবং দলের কোনো আপত্তি নেই। ছাত্ররা নতুন দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি ওই দলকে সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব।
এ সময় নতুন দলের উদ্যোক্তাদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আপনারা দল করলে দল করেন। আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব। কাঁধে-কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে যাওয়ার জন্য কাজ করব। একই সঙ্গে আপনাদের অনুরোধ জানাব, অযথা কোনো সংঘাতমূলক কথা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে।’
আরও পড়ুন:–
কুমিল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি আর না ঘটে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আমরা আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। আমরা আর গুম হতে দিতে চাই না।’
আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে উত্তরা পূর্ব থানা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
যুবদল নেতার হত্যাকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখতে চাই। আমরা বাংলাদেশে আইনের শাসন দেখতে চাই। আমরা ন্যায়বিচার দেখতে চাই। আমরা আর মানুষের ওপর অত্যাচার-নির্যাতন দেখতে চাই না।’
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আপনাদের কাছে যেটা চাই—সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই এ দেশে হবে। সেই নির্বাচনটি হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। আমি চাইব, অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে।’
দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে ভোটের সুযোগ এসেছে। অন্তর্বর্তী সরকারকে বলব—যত দ্রুত সম্ভব, ন্যূনতম সংস্কার করে ভোটের আয়োজন করেন। জনগণ যাতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।’
এ সময় নির্বাচনকে সামনে রেখে দখলবাজি থেকে দুরে থেকে মানুষের ভালোবাসা অর্জনে নেতা-কর্মীদের আহ্বান জানান ফখরুল। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দখলবাজির মতো কাজ যারা করে, তারা দলের শত্রু, দেশের শত্রু। বিএনপির কোনো নেতা-কর্মী যেন এ রকম কোনো কাজে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে জনগণের ভালোবাসা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাব।’
ছাত্রদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েও অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব। এ বিষয়ে দলের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নতুন দল গঠনের উদ্যোগে বিএনপি আনন্দিত এবং দলের কোনো আপত্তি নেই। ছাত্ররা নতুন দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি ওই দলকে সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব।
এ সময় নতুন দলের উদ্যোক্তাদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আপনারা দল করলে দল করেন। আমরা আপনাদের স্বাগত জানাব, সহযোগিতা করব। কাঁধে-কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে যাওয়ার জন্য কাজ করব। একই সঙ্গে আপনাদের অনুরোধ জানাব, অযথা কোনো সংঘাতমূলক কথা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে।’
আরও পড়ুন:–
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১০ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১০ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১১ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৩ ঘণ্টা আগে