Ajker Patrika

বেগম জিয়া এফডিসির নায়িকা হতে চেয়েছিলেন: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২০: ৫৪
বেগম জিয়া এফডিসির নায়িকা হতে চেয়েছিলেন: তথ্য প্রতিমন্ত্রী

জিয়াউর রহমান মারা না গেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কখনোই প্রধানমন্ত্রী হতে পারতেন না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। একটি অনলাইন নিউজ পোর্টালের তৃতীয় বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া হতে চেয়েছিলেন এফডিসির নায়িকা। তাঁর ইচ্ছে ছিল চিত্রনায়িকা হবেন। জিয়াউর রহমান না মরলে খালেদা জিয়া কখনোই প্রধানমন্ত্রী হতে পারতেন না।’ বুড়ো বয়সে বেগম জিয়া এতিমের অর্থ আত্মসাৎ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে বিডি সমাচারের সম্পাদক মো. মহসিন হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত