Ajker Patrika

জঙ্গিবাদের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার পথে এগোচ্ছে বিএনপি: ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জঙ্গিবাদের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার পথে এগোচ্ছে বিএনপি: ইনু

দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার অপরাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি জঙ্গিবাদের রাজনীতির পুনঃপ্রতিষ্ঠার পথে এগোচ্ছে।’ আজ শনিবার বিকেলে ৯০-এর গণ–অভ্যুত্থানে শহীদ জাসদ নেতা ডা. শামসুল আলম খান মিলনের ‘আত্মবলিদান দিবস’ উপলক্ষে জাসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘বিএনপির ক্ষমতা পুনর্দখলের আন্দোলন দেশকে সংবিধানের বাইরে ফেলে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা এবং জঙ্গিবাদীদের রাজনীতির মাঠে পুনঃপ্রতিষ্ঠা করার পথে এগোচ্ছে। অসাংবিধানিক সরকার আনার অপরাজনীতি রুখে দিয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানই দেশের সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারার প্রধান কর্তব্য।’

১৪ দলীয় জোটকে সক্রিয় করার আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘১৪ দলকে সক্রিয় করা এবং রাজপথে ঐক্যবদ্ধ শক্তির সমাবেশ ঘটানোর জন্য ১৪ দলের শরিকদের মধ্য থেকে বড় দলের অহমিকা ও ছোট দলের হীনমন্যতা ঝেড়ে ফেলতে হবে।’

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘সমাজতন্ত্রের আদর্শের শক্তিতে বলীয়ান হয়েই ডা. মিলন আত্মবলিদানের পথে এগিয়ে যাওয়ার দুঃসাহসিকতা অর্জন করেছিলেন।’

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত