নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যারা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর ও স্থানীয় নির্বাচন চায়, তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, মানুষের অনুভূতির বিরুদ্ধে গেছে, তারাই পিআর নির্বাচন চায়। তিনি অভিযোগ করেন, যাদের আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক ছিল ও একসময় যারা আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর নির্বাচন চায়। তাঁর মতে, ‘এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়, দেশের মানুষ তা বোঝে না। আমরা বুঝি, একটা এলাকায় কোনো দলের প্রার্থী সংসদ সদস্য (এমপি) হবেন। সেই এলাকার জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন।’ তিনি হুঁশিয়ারি দেন, পিআর পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র বা ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না।
আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২-এর বাসস্ট্যান্ডে ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌন মিছিলটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রশ্ন করেন, ‘মুক্ত স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ কি রক্ত দিতেই থাকবে? যাঁরা সংস্কারের নামে নির্বাচন পেছানোর কথা বলছেন, তাঁদের অসৎ উদ্দেশ্য আছে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। আবার যারা এই ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। একটি পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, ভালো কথা। কিন্তু নির্বাচন পিছিয়ে, নির্বাচন ছাড়া যারা ক্ষমতায় যেতে চাইলে এবং ফ্যাসিবাদকে যারা পুনর্বাসন করতে চাইলে, তা করতে দেওয়া হবে না।’
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ওপর ফ্যাসিবাদ ও শকুন যাতে আঘাত হানতে না পারে, সে জন্য জনগণ সজাগ থাকবে বলে তিনি মন্তব্য করেন। তিনি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
জুলাই সনদ নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘এই জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না হয়, তাহলে দায়ী থাকবে ঐকমত্য কমিশন, সংস্কার কমিশন আর অন্তর্বর্তীকালীন সরকার।’ তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রকাঠামো ব্যবস্থা, সরকার পরিচালনার পদ্ধতি, গণতন্ত্রের সংস্কার ও সংবিধান সংস্কার চাই। যাতে জনগণ সাংবিধানিকভাবে আর কখনো একদলীয় ও ফ্যাসিবাদের কবলে না পড়ে, সে রকম সংবিধান সংস্কার ও রাষ্ট্রকাঠামো সংস্কার করতে চাই।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে সর্ব বিষয়ে সবাই একমত হবেন না, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু জনগণের স্বার্থে, অধিকারের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
যারা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর ও স্থানীয় নির্বাচন চায়, তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, মানুষের অনুভূতির বিরুদ্ধে গেছে, তারাই পিআর নির্বাচন চায়। তিনি অভিযোগ করেন, যাদের আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক ছিল ও একসময় যারা আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর নির্বাচন চায়। তাঁর মতে, ‘এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়, দেশের মানুষ তা বোঝে না। আমরা বুঝি, একটা এলাকায় কোনো দলের প্রার্থী সংসদ সদস্য (এমপি) হবেন। সেই এলাকার জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন।’ তিনি হুঁশিয়ারি দেন, পিআর পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র বা ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না।
আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২-এর বাসস্ট্যান্ডে ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌন মিছিলটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রশ্ন করেন, ‘মুক্ত স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ কি রক্ত দিতেই থাকবে? যাঁরা সংস্কারের নামে নির্বাচন পেছানোর কথা বলছেন, তাঁদের অসৎ উদ্দেশ্য আছে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। আবার যারা এই ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। একটি পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, ভালো কথা। কিন্তু নির্বাচন পিছিয়ে, নির্বাচন ছাড়া যারা ক্ষমতায় যেতে চাইলে এবং ফ্যাসিবাদকে যারা পুনর্বাসন করতে চাইলে, তা করতে দেওয়া হবে না।’
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ওপর ফ্যাসিবাদ ও শকুন যাতে আঘাত হানতে না পারে, সে জন্য জনগণ সজাগ থাকবে বলে তিনি মন্তব্য করেন। তিনি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
জুলাই সনদ নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘এই জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না হয়, তাহলে দায়ী থাকবে ঐকমত্য কমিশন, সংস্কার কমিশন আর অন্তর্বর্তীকালীন সরকার।’ তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রকাঠামো ব্যবস্থা, সরকার পরিচালনার পদ্ধতি, গণতন্ত্রের সংস্কার ও সংবিধান সংস্কার চাই। যাতে জনগণ সাংবিধানিকভাবে আর কখনো একদলীয় ও ফ্যাসিবাদের কবলে না পড়ে, সে রকম সংবিধান সংস্কার ও রাষ্ট্রকাঠামো সংস্কার করতে চাই।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে সর্ব বিষয়ে সবাই একমত হবেন না, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু জনগণের স্বার্থে, অধিকারের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আজ রোববার রাষ্ট্রপতির এপিএস মুহাম্মদ সাগর হোসাইন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য
৯ ঘণ্টা আগে‘ফ্যাসিবাদ পতন’-এর বর্ষপূর্তিতে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৪ দফার এই ইশতেহারে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের আহ্বান জানিয়ে আগামী দিনের রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেআজ রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করেছে সংগঠনটি।
১১ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক এবং জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। তিনি আরও বলেন, এই সনদের সংস্কারগুলো অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে।
১৪ ঘণ্টা আগে