Ajker Patrika

ফরমালিন দিয়ে দেশের অর্থনীতি সাজানো হয়েছে: রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২২, ১৩: ১৪
ফরমালিন দিয়ে দেশের অর্থনীতি সাজানো হয়েছে: রেজা কিবরিয়া

ফরমালিন দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সাজিয়ে রাখা হয়েছে। এটার ভেতরে পচন ধরেছে। দুই বছর পরেই দেশ যখন শ্রীলঙ্কা হয়ে যাবে, তখন সেটা টের পাওয়া যাবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর পল্টন মোড়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা, মামলার হুমকি, হয়রানির প্রতিবাদে ও গুমের শিকার নাগরিকদের ফেরতের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশের কারণে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে পল্টনের আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। 

সমাবেশে রেজা কিবরিয়া সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘রাষ্ট্রের মেরামত করতে রাস্তা বন্ধ করেছি। এটার জন্য আমাদের ক্ষমা করবেন। আপনাদের স্বার্থেই আমরা রাস্তায় নেমেছি। আমাদের ছেলেরা সিলেটে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আর ছাত্রলীগ রাস্তায় রাস্তায় বিরোধী মতের মানুষের ওপর আক্রমণ করছে। আমাদের ছেলেরা যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, তখন ছাত্রলীগ সুপ্রিম কোর্টে আক্রমণ করছে।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা ভাবছেন দেশের আর্থিক অবস্থা ভালো। এটা ফরমালিন ইকোনমি। এটাকে ফরমালিন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এটার মধ্যে পচন ধরেছে। দেশ যখন দুই বছর পর শ্রীলঙ্কা হবে, তখন টের পাওয়া যাবে আওয়ামী লীগের ভেতরেই পচন। জনগণের যে টাকা আওয়ামী লীগ লুট করেছে, আমরা জনগণের সেই টাকা জনগণের কাছে ফেরত দেব। আমাদের ছেলেরা সিলেটে গিয়ে মানুষদের জিজ্ঞেস করেছে, সরকারি দলের লোকেরা আসেনি? তাঁরা জানিয়েছে, সরকারি দলের কেউই সেখানে যায়নি। আমাদের ছোট দল বলেন, আর আমরাই মাঠে থাকি। এটা তো ঠিক না। আমরাই বৃহৎ দল। জনগণ বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করবে। আমরা রাজা হিসেবে নয়, সব সময় জনগণের কাছে থাকব।’ 

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘আজকে ছাত্রলীগ-যুবলীগকে সরকার ঘোড়ার মতো রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কীভাবে তাঁরা দেশের সুপ্রিম কোর্টকে রক্তাক্ত করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীও এই রকম রক্তাক্ত করেনি। তাঁদের পরিচয় উন্মোচিত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’ 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নুরুল হক নূর বলেন, ‘আপনার বাবা ’৭২ সালে যেভাবে বাকশাল কায়েম করেছে, আপনি সেটা করতে চাইলে এই দেশের জনগণ তা প্রতিহত করবে।’ 

গণ অধিকার পরিষদের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘ছাত্রলীগ বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ হয়েছে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রতিহত করেছে। এরা সাধারণ শিক্ষার্থী না, এরা ছাত্রলীগের সন্ত্রাসী। আজ আওয়ামী লীগ এদের দিয়ে এ কাজ করাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত