Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি ফখরুলের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২২, ২০: ৩৮
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি ফখরুলের 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘অত্যন্ত অসুস্থ’ জানিয়ে বিদেশে চিকিৎসার জন্য তাঁর মুক্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এই দাবি জানান।

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া খুব অসুস্থ, অত্যন্ত অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসার সুযোগ যদি না হয় তবে জীবন হুমকির সম্মুখীন হবে।’

খালেদার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার আপনাদের কাছে বলেছি যে তাঁকে মুক্তি দিন। আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমরা আহ্বান জানাতে চাই, দাবি করতে চাই, এখনো সময় আছে আসুন দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিন। তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন।’

২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তাঁর সাজার রায় আসে। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর দিকে পরিবারের আবেদনে তাঁকে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তবে তাতে শর্ত ছিল, তাঁকে দেশেই থাকতে হবে। কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন, এখন সেখানেই তিনি থাকছেন। গুরুতর অসুস্থতার কারণে কয়েক দফা তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য থাকতে হয়েছে।

৭৭ বছর বয়সী খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের আক্রান্তের কথা জানান চিকিৎসকেরা।

দেশে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেই দাবি করে তাঁকে বিদেশে পাঠানোর জন্য কয়েক দফা আবেদন করে তাঁর পরিবার। তবে সেই আবেদনে সাড়া দেয়নি সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত