Ajker Patrika

সরকার রাজনৈতিক নিয়ন্ত্রণ ও আস্থা হারাচ্ছে: আ স ম রব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮: ২১
সরকার রাজনৈতিক নিয়ন্ত্রণ ও আস্থা হারাচ্ছে: আ স ম রব 

কতিপয় মন্ত্রী এবং দলীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে নির্বাচনবিহীন সরকার নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে। সরকার ক্রমাগতভাবেই রাজনৈতিক নিয়ন্ত্রণ ও আস্থা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। 
 
আজ শুক্রবার ঢাকাস্থ ফেনী সমিতি মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির জাতীয় পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
আ স ম রব বলেন, ‘কতিপয় মন্ত্রী ও দলীয় নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে নির্বাচনবিহীন সরকার নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে। সরকার ক্রমাগতভাবেই রাজনৈতিক নিয়ন্ত্রণ ও আস্থা হারাচ্ছে। রাজনীতি বিচ্ছিন্নকরণের প্রক্রিয়ায় সরকার নিজেই এখন আরো বিপর্যস্ত। গণতন্ত্র, নির্বাচন ও সুশাসনের অভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক সুস্থিরতাকে অস্থির ও ভীতিকর করে তুলছে। বিচারবহির্ভূত হত্যা, গুম এবং ভিন্নমতকে দলন করা সরকারের অপকৌশল। এটি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নাজুক করে তুলেছে।’ 
 
আব্দুর রব আরো বলেন, ‘কয়েক কোটি মানুষের আর্থিক দুরবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলার অবনতিতে দেশের মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। কেবল "উচ্চ প্রবৃদ্ধি" দারিদ্র্যবিমোচন বা বৈষম্য হ্রাসসহ সব মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে পারেনি, বরং দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। তাই বিদ্যমান ঔপনিবেশিক নীতি পরিবর্তন করে যুগোপযোগী নীতি প্রণয়ন করে হতদরিদ্র মানুষের কর্মসংস্থান এবং দরিদ্রবান্ধব প্রবৃদ্ধি কৌশল প্রণয়ন করতে হবে।’  
 
এ সময় আ স ম রব বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে ঔপনিবেশিক শাসনব্যবস্থা উচ্ছেদ করে জনগণের সরকার তথা ‘জাতীয় সরকার’ গঠন করার লক্ষ্যে সংগঠনকে উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। 
 
সভায় অন্যান্যের মধ্যে জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মোহাম্মদ তৌহিদ হোসেন, বাবু হীরালাল চক্রবর্তী, জনাব কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, এস এম শামসুল আলম নিক্সন প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত