নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরি করে আবারও ক্ষমতায় যেতে পারবে না বর্তমান সরকার। এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি। আজ শুক্রবার রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে নেই। নওগাঁয় র্যাব হেফাজতে নারীর মৃত্যু, প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, নারায়ণগঞ্জে ছেলেকে না পেয়ে র্যাব বাবাকে গুলি করে হত্যা করেছে, হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলা ও নির্বাচনে ভোট চুরি করা হয়েছে। জীবনের নিরাপত্তা কোথায়? এগুলো তো সংবিধান লঙ্ঘন। সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ নিজেই সংবিধান লঙ্ঘন করছে।
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শামসুজ্জামান কোনো ভুল করেননি, তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেছেন। দেশে জীবনের নিরাপত্তার খারাপ সময় এসে দাঁড়িয়েছে। নিম্ন আয়ের মানুষ আজকে না খেয়ে আছে। মানুষ দুবেলা আজকে খেতে পারে না। বাংলাদেশে দুর্ভিক্ষের আলামত দেখা দিয়েছে।
বাংলাদেশের ৭১ শতাংশ পরিবার প্রয়োজনের তুলনায় কম খাচ্ছে, ৩৭ শতাংশ পরিবার এক বেলা খেয়ে দিন পাড়ি দিচ্ছে, ১৮ শতাংশ পুরো দিন না খেয়ে থাকছে, ৭৪ শতাংশ পরিবার গত ছয় মাস ধরে ধার করে চলছে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, বিএনপির সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরি করে আবারও ক্ষমতায় যেতে পারবে না বর্তমান সরকার। এবার ভোট চুরি করতে দেবে না বিএনপি। আজ শুক্রবার রাজধানীর নিকুঞ্জ কনভেনশন হলে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে নেই। নওগাঁয় র্যাব হেফাজতে নারীর মৃত্যু, প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, নারায়ণগঞ্জে ছেলেকে না পেয়ে র্যাব বাবাকে গুলি করে হত্যা করেছে, হাইকোর্টে সাংবাদিকদের ওপর হামলা ও নির্বাচনে ভোট চুরি করা হয়েছে। জীবনের নিরাপত্তা কোথায়? এগুলো তো সংবিধান লঙ্ঘন। সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ নিজেই সংবিধান লঙ্ঘন করছে।
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শামসুজ্জামান কোনো ভুল করেননি, তিনি সাংবাদিকের দায়িত্ব পালন করেছেন। দেশে জীবনের নিরাপত্তার খারাপ সময় এসে দাঁড়িয়েছে। নিম্ন আয়ের মানুষ আজকে না খেয়ে আছে। মানুষ দুবেলা আজকে খেতে পারে না। বাংলাদেশে দুর্ভিক্ষের আলামত দেখা দিয়েছে।
বাংলাদেশের ৭১ শতাংশ পরিবার প্রয়োজনের তুলনায় কম খাচ্ছে, ৩৭ শতাংশ পরিবার এক বেলা খেয়ে দিন পাড়ি দিচ্ছে, ১৮ শতাংশ পুরো দিন না খেয়ে থাকছে, ৭৪ শতাংশ পরিবার গত ছয় মাস ধরে ধার করে চলছে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, বিএনপির সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৫ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
৮ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
৯ ঘণ্টা আগে