Ajker Patrika

ছয় দফাকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় না: গণফোরাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছয় দফাকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় না: গণফোরাম

ছয় দফাকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘উৎপাদনহীন খাতে বরাদ্দের নামে মহা লুটপাট করছে কিন্তু বেকার-যুবকদের জন্য কোনো কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেই। উন্নয়নের যে কল্পকাহিনী সরকার শোনাচ্ছে এগুলো জনগণের উন্নয়ন নয়, সুবিধাভোগী দুর্নীতিবাজদের উন্নয়ন।’

সরকারকে উদ্দেশ্য করে মোহসীন মন্টু বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দুঃশাসনের রাজত্ব কায়েম করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থেকে বহুদূর চলে গেছেন। ছয় দফাকে কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয় না। পাকিস্তান আমলে ভোট-ভাতের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি ৫০ বছর পরেও ভোটের অধিকারের জন্য লড়াই করছি। 

প্রধান বক্তার বক্তব্যে গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকার প্রতিনিয়ত সংবিধান পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা করে ত্রাসের রাজত্ব কায়েম করছে। মুক্তিযুদ্ধ করেছিলাম ধনী-গরিবের বৈষম্য কমাতে কিন্তু এরা দুর্নীতির মাধ্যমে আরও বৈষম্য সৃষ্টি করছে। এই সরকার একের পর এক ইস্যু তৈরি করে জনগণের চোখে ধুলো দিচ্ছে। আইয়ুব-ইয়াহিয়াকেও উন্নয়নের ঢাকঢোল বাজাতে দেখেছি কিন্তু ক্ষমতা চিরস্থায়ী করতে পারেনি।’ 

বিশেষ অতিথির বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘পাকিস্তানিরা দেশকে মেধা শূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। নিজ ছাত্র ও অন্যান্য সন্ত্রাসীদের দ্বারা শিক্ষকেরা লাঞ্ছিত হচ্ছে এর অন্যতম কারণ রাষ্ট্রের বিচারহীনতা। ইতিহাস বিকৃতকারী সরকার হিসেবে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে।’ 

সম্মেলনের উদ্বোধনকালে গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদ বলেন, রাষ্ট্রের অরাজকতা ভয়াবহ সংকটের দিকে ধাবিত করছে। 

গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব মো. তাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানীসহ প্রমুখ। গণফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে হাবিবুর রহমান বুলুকে সভাপতি ও জনাব মো. তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত