Ajker Patrika

মাগুরার সহিংসতার সঙ্গে আ. লীগের সম্পর্ক নেই: নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাগুরার সহিংসতার সঙ্গে আ. লীগের সম্পর্ক নেই: নাছিম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মাগুরায় সহিংসতার ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

ইউপি নির্বাচনকে ঘিরে মাগুরা জেলার সহিংসতায় নিহতের ঘটনা সম্পর্কে বাহাউদ্দিন নাছিম বলেন, একটা ইউনিয়নের মেম্বার প্রার্থীর মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই প্রার্থীই একই ধারণার ও চিন্তাচেতনা। তারা এখন পরিচয় দিলেও, আসলে আমাদের ঘরানার লোক না। এটা খুবই স্পষ্ট। তাই এটি আওয়ামী লীগের বিষয় না। স্থানীয় গোষ্ঠীগত দ্বন্দ্ব। যার সঙ্গে আওয়ামী লীগের কোনো  সাংগঠনিক সম্পর্ক নেই। 

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর মাগুরা সদরের জগদল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল দুই পক্ষের সংঘর্ষে আপন দুই ভাইসহ চারজন নিহত হয়। 

ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা ও কোন্দলের কারণে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে পদত্যাগ করার ঘোষণা করেছিলেন আ ফ ম আবদুল ফাত্তাহ। যদিও পরে সেই পদত্যাগ পত্র প্রত্যাহার করেন তিনি। এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, তিনি পদত্যাগ করবেন না। ভালোভাবে দায়িত্বপ্রাপ্ত করবেন এবং ইউপি নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ শুরু করেছেন। 

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা খুলনা বিভাগের মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহের সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। ওই তারিখগুলো আজকে রিকনফার্ম করেছি। আর চার তারিখে যাচ্ছি চুয়াডাঙ্গা। বর্ধিত সভা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করব। এ জেলাগুলোর সম্মেলনে গত কেন্দ্রীয় সম্মেলনের আগে বাকি ছিল। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত