Ajker Patrika

সরকারের আচরণে নতুন সংঘাতের সৃষ্টি হবে: সিপিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৬: ৫৮
সরকারের আচরণে নতুন সংঘাতের সৃষ্টি হবে: সিপিবি

রাজধানীতে বিএনপি ও অন্য বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ ও সরকারি দলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

আজ শনিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘সরকারের এ আচরণ নতুন করে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে; যা দেশের ও দেশের মানুষের জন্য মোটেও সুখকর হবে না বরং নানা ধরনের শক্তির অপতৎপরতার সুযোগ তৈরি করবে।’ 

বিবৃতিতে নেতারা গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি করেন। বিবৃতিতে বলা হয়, দেশে বিরোধী দল প্রয়োজনে সরকারের নীতিবিরোধী কর্মসূচি পালন করবে—এটাই স্বাভাবিক, কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের নামধারীদের হামলা-বাধা দেওয়া সরকারের ফ্যাসিবাদী রূপের বহিঃপ্রকাশ। 

দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এখন জনগণের প্রাণের দাবি উল্লেখ করে বলা হয়, সেই দাবিকে আমলে না নিয়ে উপরন্তু সরকার হামলা-মামলা করে আন্দোলন দমনের ন্যক্কারজনক পথ বেছে নিয়েছে। 

বিবৃতিতে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে অনুষ্ঠানের ঘোষণাসহ ওই নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা এবং অন্যান্য প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। দলীয় সরকারের অধীনে প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে। 

বিবৃতিতে নেতারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। 

বিবৃতিতে নেতারা বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে ঘিরে সরকারি দলের পাল্টা কর্মসূচি ও অবস্থান নেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে, জনগণের জানমালের কোনো ক্ষতি হলে এ দায় সরকারকেই নিতে হবে। 

বিবৃতিতে নেতারা নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ভোট ও ভাতের সংগ্রাম অগ্রসর করতে কমিউনিস্ট পার্টি ও বাম জোট আহূত কর্মসূচি সফল করে গণ-আন্দোলন-গণসংগ্রাম গড়ে তুলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে সফল করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত