নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে বিএনপি ও অন্য বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ ও সরকারি দলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শনিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘সরকারের এ আচরণ নতুন করে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে; যা দেশের ও দেশের মানুষের জন্য মোটেও সুখকর হবে না বরং নানা ধরনের শক্তির অপতৎপরতার সুযোগ তৈরি করবে।’
বিবৃতিতে নেতারা গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি করেন। বিবৃতিতে বলা হয়, দেশে বিরোধী দল প্রয়োজনে সরকারের নীতিবিরোধী কর্মসূচি পালন করবে—এটাই স্বাভাবিক, কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের নামধারীদের হামলা-বাধা দেওয়া সরকারের ফ্যাসিবাদী রূপের বহিঃপ্রকাশ।
দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এখন জনগণের প্রাণের দাবি উল্লেখ করে বলা হয়, সেই দাবিকে আমলে না নিয়ে উপরন্তু সরকার হামলা-মামলা করে আন্দোলন দমনের ন্যক্কারজনক পথ বেছে নিয়েছে।
বিবৃতিতে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে অনুষ্ঠানের ঘোষণাসহ ওই নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা এবং অন্যান্য প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। দলীয় সরকারের অধীনে প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে।
বিবৃতিতে নেতারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।
বিবৃতিতে নেতারা বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে ঘিরে সরকারি দলের পাল্টা কর্মসূচি ও অবস্থান নেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে, জনগণের জানমালের কোনো ক্ষতি হলে এ দায় সরকারকেই নিতে হবে।
বিবৃতিতে নেতারা নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ভোট ও ভাতের সংগ্রাম অগ্রসর করতে কমিউনিস্ট পার্টি ও বাম জোট আহূত কর্মসূচি সফল করে গণ-আন্দোলন-গণসংগ্রাম গড়ে তুলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে সফল করার আহ্বান জানান।
রাজধানীতে বিএনপি ও অন্য বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ ও সরকারি দলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শনিবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, ‘সরকারের এ আচরণ নতুন করে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে; যা দেশের ও দেশের মানুষের জন্য মোটেও সুখকর হবে না বরং নানা ধরনের শক্তির অপতৎপরতার সুযোগ তৈরি করবে।’
বিবৃতিতে নেতারা গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দাবি করেন। বিবৃতিতে বলা হয়, দেশে বিরোধী দল প্রয়োজনে সরকারের নীতিবিরোধী কর্মসূচি পালন করবে—এটাই স্বাভাবিক, কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের নামধারীদের হামলা-বাধা দেওয়া সরকারের ফ্যাসিবাদী রূপের বহিঃপ্রকাশ।
দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এখন জনগণের প্রাণের দাবি উল্লেখ করে বলা হয়, সেই দাবিকে আমলে না নিয়ে উপরন্তু সরকার হামলা-মামলা করে আন্দোলন দমনের ন্যক্কারজনক পথ বেছে নিয়েছে।
বিবৃতিতে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তদারকি সরকারের অধীনে অনুষ্ঠানের ঘোষণাসহ ওই নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা এবং অন্যান্য প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। দলীয় সরকারের অধীনে প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে।
বিবৃতিতে নেতারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।
বিবৃতিতে নেতারা বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিকে ঘিরে সরকারি দলের পাল্টা কর্মসূচি ও অবস্থান নেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে, জনগণের জানমালের কোনো ক্ষতি হলে এ দায় সরকারকেই নিতে হবে।
বিবৃতিতে নেতারা নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ভোট ও ভাতের সংগ্রাম অগ্রসর করতে কমিউনিস্ট পার্টি ও বাম জোট আহূত কর্মসূচি সফল করে গণ-আন্দোলন-গণসংগ্রাম গড়ে তুলে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে সফল করার আহ্বান জানান।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৭ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৭ ঘণ্টা আগে