Ajker Patrika

দেশে সুস্থ রাজনীতি বিপন্ন, তাই বিদেশিরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছেন: খেলাফত আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৪৪
দেশে সুস্থ রাজনীতি বিপন্ন, তাই বিদেশিরা হস্তক্ষেপের সুযোগ পাচ্ছেন: খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দেশে সুস্থ রাজনীতি যেমন বিপন্ন হয়ে পড়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাব-মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। যার ফলে বিদেশিরা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পাচ্ছেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আতাউল্লাহ হাফেজ্জী এসব কথা বলেন। তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান তথা চলমান সংকট নিরসনে আমরা স্পষ্টভাবে সরকারের প্রতি অবিলম্বে আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজন করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাই।’ 

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি বলেন, সংবিধানে নির্বাচন কমিশনের প্রশাসনিক ক্ষমতার কথা উল্লেখ থাকলেও বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের সাংবিধানিক ক্ষমতার যথাযথ প্রয়োগ এবং সামরিক-বেসামরিক প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা জরুরি। যা শুধু একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনেই সম্ভব। 

সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তসংলাপ, সুশীল সমাজ, উলামায়ে কেরাম ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের রূপরেখা প্রণয়ন করতে হবে। নির্বাচনের আগে চলমান সংসদ ভেঙে দিতে হবে। নির্দলীয় সরকার গঠনে এ সরকারকেই ভূমিকা রাখতে হবে। 

আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না—এ বিষয়ে সবাই একমত উল্লেখ করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম বলেন, ‘আমরা সবাই একমত আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আত্মবিশ্বাস তারা কই পায় এটি আমাদের ভাবিয়ে তোলে।’ 

সভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি আবদুল মাজেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, হাবীবুল্লাহ মিয়াজীসহ কয়েকটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত